[500+] ফুড এস আই প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | Food SI Questions and Answers pdf Download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Food Sub Inspector Questions and Answers Bengali version WBPSC Food Sub Inspector question answer pdf free download ,সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড|FOOD SI EXAM 2023 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

[500+] ফুড এস আই প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | Food SI Questions and Answers pdf Download

WBPSC Food sub inspector exam 2023 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


 ফুড এস আই ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর- 
Food SI INDIAN HISTORY Questions and Answers

প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ? 

উত্তর :  প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রশ্ন :  ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন :  কোন গুপ্ত সম্রাট "বিক্রমাদিত্য" উপাধি ধারন করেন? 

উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

প্রশ্ন : দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন?   

উত্তর :- ফা-হিয়েন।

প্রশ্ন :  দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন?  

উত্তর :-  কালিদাস।

প্রশ্ন : "ইন্ডিয়ান শেক্সপিয়ার" কাকে বলা হয়?  উত্তর :- কালিদাসকে।

প্রশ্ন :  তাজমহল কোন পাথরে নির্মিত?   উত্তর :-  শ্বেতপাথর।

প্রশ্ন : "জুম্মা মসজিদ" কার স্থাপত্যকীর্তি?   উত্তর :- শাহজাহানের

প্রশ্ন : সত্যশােধক সমাজ কে গঠন করেন ? উত্তর : জ্যোতিবা ফুলে।

প্রশ্ন : সাইমন কমিশন কবে গঠিত হয় ?  উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : কবেমার্লো-মিন্টো সংস্কার আইনপ্রবর্তিত হয় ?  

উত্তর :  ১৯০৯ সালে।     WWW.SKGUIDEBANGLA.IN

প্রশ্ন : কবে আজাদ-হিন্দ-ফৌজ গঠিত হয় ?  

উত্তর : ১লা সেপ্টেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে। 

প্রশ্ন : কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ? 

উত্তর : ১৩ই এপ্রিল ১৯১৯ সালে।

প্রশ্ন : কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?  

উত্তর :  ১৯৪০ সালে।

প্রশ্ন : ইবাদাত খানা কে নির্মাণ করেন ?  

উত্তর :  আকবর (১৫৭৫) ফতেপুর সিক্রিতে

প্রশ্ন : আকবর কত সালে মনসাবদারী প্রথা চালু করেন ?  উত্তর :  ১৫৭৯ 

প্রশ্ন : দহসালা  কী ?  উত্তর : খাজনা সংক্রান্ত  ব্যবস্থা 

প্রশ্ন : ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ?  

উত্তর : ভিকাজি রুস্তম কামা।   WWW.SKGUIDEBANGLA.IN

প্রশ্ন : মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ? 

উত্তর :  বাসুদেব বলবন্ত ফাদকে ।

প্রশ্ন : মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?   উত্তর : ১৮৮৪ খ্রিস্টাব্দ।

প্রশ্ন : রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন ? 

উত্তর : কাবুল অধিপতি জামানশাহ।

প্রশ্ন : রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল ?    উত্তর : লাহাের।

প্রশ্ন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয় ?  উত্তর : ১৯২৫

প্রশ্ন : রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ?  

উত্তর : মানবেন্দ্রনাথ রায়। WWW.SKGUIDEBANGLA.IN / WhatsApp – 7001703046


আরও দেখুন:- মাধ্যমিক পাশে নিয়োগ, দেখুন সম্পূর্ণ তথ্য

 

 ফুড এস আই ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর- 
Food SI INDIAN GEOGRAPHY Questions and Answers


প্রশ্ন:- ভারতের নিম্নতম স্থান কেরলের   উত্তরঃ- কুট্টানাডু।

প্রশ্ন:- ভারত তথা এশিয়ার দীর্ঘতম টানেল   উত্তরঃ- জওহর টানেল।

প্রশ্ন:- পিরপাঞ্জাল হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত 

উত্তরঃ- কাশ্মীর উপত্যকা।  WWW.SKGUIDEBANGLA.IN

প্রশ্ন:- প্রাচ্যের নন্দনকানন ভূস্বর্গ বলা হয় ? উত্তরঃ  কাশ্মীর উপত্যকা কে।

প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি   উত্তরঃ- লাদাক মালভূমি।

প্রশ্ন:- শিবালিক হিমালয়ের হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত  উত্তরঃ- দুন উপত্যাকা।

প্রশ্ন:- ভারতের বৃহত্তম উপত্যকা  উত্তরঃ- দেরাদুন।

প্রশ্ন:- ভারতের দীর্ঘতম হিমবাহ  উত্তরঃ- সিয়াচেন।

প্রশ্ন:- কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট   উত্তরঃ- তাল নামে পরিচিত।

প্রশ্ন:- কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ  উত্তরঃ- পাহাড়ি দেশ।

প্রশ্ন:- কন্নড় ভাষায় ময়দান শব্দের অর্থ   উত্তরঃ- তরঙ্গায়িত উচ্চভূমি।

প্রশ্ন:- কচ্ছ শব্দের অর্থ   উত্তরঃ- জলময় দেশ।

প্রশ্ন:- রন শব্দের অর্থ   উত্তরঃ- কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।

প্রশ্ন:- সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ   উত্তরঃ- আনাইমুদি।

প্রশ্ন:- ভারতের দক্ষিণতম পর্বত   উত্তরঃ- পালনি।

প্রশ্ন:- পশ্চিমঘাট ও নীলগিরির পর্বত কে পৃথক করেছে   উত্তরঃ- পালঘাট।

প্রশ্ন:- জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা   উত্তরঃ- কারেওয়া মৃত্তিকা।

প্রশ্ন:- পঞ্চ নদের দেশ বলা হয়   উত্তরঃ- পাঞ্জাবকে।

প্রশ্ন:- ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ   উত্তরঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রশ্ন:- .আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম   উত্তরঃ- স্যাডেল পিক।

প্রশ্ন:- ভারতের প্রবাল দ্বীপ  উত্তরঃ- লাক্ষাদ্বীপ।

প্রশ্ন:- ভারত তথা পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো  উত্তরঃ- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।

প্রশ্ন:- নদী তীরবর্তী নবীন পলিমাটি কে  উত্তরঃ- খাদার বলে।

প্রশ্ন:- পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ  উত্তরঃ- ভাবুলমালা।

প্রশ্ন:- নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি কে বলে   উত্তরঃ- ভাঙ্গর।

প্রশ্ন:- মালাবার উপকূলের উপহ্রদ গুলিকে বলে   উত্তরঃ- কয়াল।

প্রশ্ন:- নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ   উত্তরঃ- দোদাবেতা।

প্রশ্ন:- পূর্বঘাট পর্বতের অপর নাম  উত্তরঃ- মলয়াদ্রি।

প্রশ্ন:- পশ্চিমঘাট পর্বতের অপর নাম   উত্তরঃ- সহ্যাদ্রি।

প্রশ্ন:- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ   উত্তরঃ- সান্দাকফু।

প্রশ্ন:- মরুস্থলি নামের অর্থ   উত্তরঃ- মৃতের দেশ।

প্রশ্ন:- আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ   উত্তরঃ- গুরুশিখর।

প্রশ্ন:- ভারতের বৃহত্তম উপহ্রদ   উত্তরঃ- চিলকা।

প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ লবণাক্ত জলের   উত্তরঃ- প্যাংগং।

প্রশ্ন:- অস্থায়ী বা চলমান বালিয়াড়িকে মরু অঞ্চলে  উত্তরঃ- ধ্রিয়ান বলে।

প্রশ্ন:- কচ্ছ উপদ্বীপের উত্তরাংশের অগভীর জলাভূমিকে   উত্তরঃ- রান বলে।

প্রশ্ন:- ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো  উত্তরঃ- আরাবল্লী।

প্রশ্ন:- মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ  উত্তরঃ- শিলং।

প্রশ্ন:- মনিপুরের বিখ্যাত হ্রদের নাম   উত্তরঃ- লোকটাক হ্রদ।

প্রশ্ন:- ছত্রিশগড় সমভূমির দক্ষিণাংশ  উত্তরঃ- দণ্ডকারণ্য নামে পরিচিত।



ফুড এস আই সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর- Food SI GENERAL SCIENCE Questions and Answers


প্রশ্ন : মানুষের হৃদপিন্ডের কটি কক্ষ ?   উত্তর ৪টি। 

প্রশ্ন : পটকাবিহীন মাছের নাম কি ?   উত্তর : হাঙ্গর। 

প্রশ্ন : ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি ?   উত্তর : ফার্মাকোলজি। 

প্রশ্ন : পাখিদের ডিম নিয়ে গবেষণাকে কি বলে ?   উত্তর : ওভোলজি। 

প্রশ্ন : কোন জলে জাহাজ দ্রুত চলে ?   উত্তর :  উষ্ণ গরম জলে। 

প্রশ্ন : মানবদেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম কি ?   উত্তর :  অগ্ন্যাশয়।  

প্রশ্ন : নাইট্রোজেন কত তাপমাত্রায় জমে যায় ?   উত্তর :  -২১০⁰C 

প্রশ্ন : নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে ?   উত্তর ৩২টি। 

প্রশ্ন : ধান গাছে কতগুলো ক্রোমোজোম  দেখা যায় ?  উত্তর:  24 

প্রশ্ন : মরীচিকার একান্ত কারণ কি ? উত্তর: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

প্রশ্ন : কোন জীবের বাহ্যিক প্রকাশের বৈশিষ্ট্য কে কি বলা হয় ?  

উত্তর:  ফিনোটাইপ   WWW.SKGUIDEBANGLA.IN

প্রশ্ন : কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?  উত্তর:  ভিটামিন

প্রশ্ন :  ভিনেগারে কোন এসিড থাকে ?   উত্তর:  অ্যাসিটিক অ্যাসিড

প্রশ্ন : RNA এর ফুল ফর্ম কী ?   উত্তর:   Ribonucleic acid

প্রশ্ন : মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ? উত্তর: তৃতীয় শ্রেণী

প্রশ্ন :  বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?  উত্তর:   B1

প্রশ্ন : AC কারেন্টকে DC কারেন্টে রূপান্তরকারী যন্ত্রের নাম কি ?  

উত্তর : রেক্টিফায়ার। 

প্রশ্ন : কেঁচোর গমন অঙ্গের নাম কি ?  উত্তর সেটা।  

প্রশ্ন :  নিচের কোন পদার্থে প্রোটিন পাওয়া যায় না?   উত্তর :  চাল

প্রশ্ন : মানুষের মস্তিষ্ক কত গ্রাম?   উত্তর : 1350

প্রশ্ন : রক্তে ধাতু পাওয়া যায়  উত্তর : লোহা

প্রশ্ন :  - গাঁজন এর উদাহরণ?   WWW.SKGUIDEBANGLA.IN

উত্তর :  দুধ টক করা, খাওয়ার জন্য রুটি বানানো, ভেজা আটার টক

প্রশ্ন : নিচের কোনটি উড়ন্ত টিকটিকি?   উত্তর ড্রাকো

প্রশ্ন :  বাসা বানানোর একমাত্র সাপ কোনটি?  উত্তর :  কিং কোবরা

প্রশ্ন :  ভারতে পাওয়া সবচেয়ে বড় মাছ কোনটি?   উত্তর :  তিমি হাঙর

প্রশ্ন :  পিতল কোন কোন সংকর ধাতুর সংমিশ্রণে গঠিত হয় ?

উত্তর:  তামা ও দস্তা



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  500+ ফুড এস আই প্রশ্ন ও উত্তর PDF

File Format:- Pdf

Quality:- High

File Size:-  20+Mb

File Location:- Google Drive

Download: click Here to Download


FOOD SI Mock Test - Click Here


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url