Aadhaar card 2024 | বাড়িতে বসে আপনি নিজেই আধার কার্ডের ভূল তথ্য কি ভাবে ঠিক করবেন ,জেনেনিন পদ্ধতি
আপডেট আধার কার্ড : বর্তমান যুগে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ Identity card বা পরিচয় পত্র হল আধার কার্ড। আধার কার্ডের মধ্যে ব্যক্তির নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকে। এই আধার কার্ড এর ভুল তথ্য কে সংশোধন করার জন্য আমাদের আধার সেন্টারে গিয়ে লাইন এর পর লাইন দিতে হয় ও অনেক টাকা খরচ হয়। কিন্তু এখন সেই চিন্তা আর করতে হবে না আপনাদের, এবার আপনি বাড়িতে বসেই নিজের smartphone কিভাবে ভুল তথ্য পরিবর্তন করা যায়, সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
আধার কার্ডের ভূল তথ্য ঠিক করার পদ্ধতি -
[Step :- 1] আপনাকে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
[Step :- 2] এর আপনি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “My Aadhaar - মাই আধার”-এ ক্লিক করতে হবে।
[Step :- 3] এর পর আপনাকে “Update Address- আপডেট ঠিকানা” অপশনে ক্লিক করুন।
[Step :- 4] এর পর আপনার "aadhar Number - আধার নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে।ক্যাপচা কোড ওখানে একটা Box এ দেওয়া থাকবে।
[Step :- 5] এর পর আপনি যে নতুন তথ্য দিতে চান তা নির্ভুলভাবে লিখতে হবে।
[Step :- 6] এর পর আপনি আপনার আগের তথ্য যে Documents - সার্টিফিকেট বা Identity Card দেখে ঠিক করলেন তার প্রমাণপত্র আপলোড করতে হবে। তার পর রেজিস্ট্রার ফোন নম্বরে OTP আসবে তা দিয়ে Submit করে দিতে হবে। [সাবমিট অপশনে ক্লিক করুন]
আপনার আধার কার্ডের ভূল তথ্য পরিবর্তন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে ?
ANS:
- Voter ID Card
- passport
- Driving license
- Ration card
- Electricity bill
- water bill
- Telephone bill
- Bank statement