আয় আরো বেঁধে বেঁধে থাকি - শঙ্খ ঘোষ | দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর বাংলা কবিতা: আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ লেখা কবিতাটি শেয়ার করছি। কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন|ai aro bandha bandha thaki . sankha ghosh

আয় আরো বেঁধে বেঁধে থাকি -  শঙ্খ ঘোষ | দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি
আয় আরো বেঁধে বেঁধে থাকি

আয় আরো বেঁধে বেঁধে থাকি
শঙ্খ ঘোষ

আমাদের ডান পাশে ধ্বস

আমাদের বাঁয়ে গিরিখাদ

আমাদের মাথায় বোমারু

পায়ে পায়ে হিমানীর বাঁধ

আমাদের পথ নেই কোনো

আমাদের ঘর গেছে উড়ে

আমাদের শিশুদের শব

ছড়ানো রয়েছে কাছে দূরে!

আমরাও তবে এইভাবে

এ-মুহূর্তে মরে যাব না কি?

আমাদের পথ নেই আর

আয় আরো বেঁধে বেঁধে থাকি।

আমাদের ইতিহাস নেই

অথবা এমনই ইতিহাস

আমাদের চোখমুখ ঢাকা

আমরা ভিখারি বারোমাস

পৃথিবী হয়তো বেঁচে আছে

পৃথিবী হয়তো গেছে মরে

আমাদের কথা কে-বা জানে

আমরা ফিরেছি দোরে দোরে।

কিছুই কোথাও যদি নেই

তবু তো কজন আছি বাকি

আয় আরো হাতে হাত রেখে

আয় আরো বেঁধে বেঁধে থাকি।



কবি পরিচিতি

শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১):, অধুনা বাংলাদেশের বরিশালে। আধুনিক বাংলাসাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’। ‘নিহিত পাতাল ছায়া', 'বাবরের প্রার্থনা’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’, ‘জলই পাষাণ হয়ে আছে’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘মূর্খ বড়ো, সামাজিক নয়’, ‘ধুম লেগেছে হৃৎ কমলে’, ‘গোটা দেশজোড়া জউঘর’, ‘প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে’, ‘হাসিখুশি মুখে সর্বনাশ' ইত্যাদি। ছোটোদের জন্য লিখেছেন—'ছোট্ট একটা স্কুল’, ‘অল্পবয়স কল্পবয়স’, ‘সকালবেলার আলো’, ‘সুপুরিবনের সারি’, ‘শহর পথের ধুলো’ ইত্যাদি। ‘কুন্তক’ ছদ্মনামে লিখেছেন ‘শব্দ নিয়ে খেলা’ ও ‘কথা নিয়ে খেলা'। প্রবন্ধের বই হিসেবে ‘কালের মাত্রা ও রবীন্দ্র নাটক’, ‘ছন্দোময় জীবন’, ‘ভিন্ন রুচির অধিকার’, ‘এই শহরের রাখাল’, ‘ঐতিহ্যের বিস্তার’, ‘এ আমির আবরণ’, ‘ছন্দের বারান্দা' ইত্যাদি উল্লেখযোগ্য। কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য অকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবীর সম্মান, সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url