অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর বাংলা কবিতা: অস্ত্রের বিরুদ্ধে গান , কবি জয় গোস্বামী লেখা কবিতাটি শেয়ার করছি। কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন| 

অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান
অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান


অস্ত্রের বিরুদ্ধে গান 

জয় গোস্বামী

 অস্ত্র পালো, অস্ত্র রাখোঁ পায়ে

আমি এখন হাজার হাতে পায়ে

এগিয়ে আসি, উঠে দাঁড়াই

হাত নাড়িয়ে বুলেট তাড়াই

গানের বর্ম আজ পরেছি গায়ে

গান তো জানি একটা দুটো

আঁকড়ে ধরে সে-খড়কুটো

রক্ত মুছি শুধু গানের গায়ে

মাথায় কত শকুন বা চিল

আমার শুধু একটা কোকিল

গান বাঁধবে সহস্ৰ উপায়ে

অস্ত্র রাখো, অস্ত্র ভালো পায়ে

বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে

গান দাঁড়াল ঋষিবালক

মাথায় গোঁজা ময়ূরপালক

তোমায় নিয়ে বেড়াবে গান

নদীতে, দেশগাঁয়ে

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে...



জয় গোস্বামী : জন্ম ১৯৫৪, কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতার বই ‘প্রত্নজীব’, ‘উন্মাদের পাঠক্রম’, ‘ভুতুমভগবান’, ‘ঘুমিয়েছ ঝাউপাতা?’, ‘বজ্রবিদ্যুৎভর্তি খাতা’, ‘পাগলী তোমার সঙ্গে’, ‘সূর্য পোড়া ছাই’, ‘হরিণের জন্য একক’, ‘ভালোটি বাসিব’, ‘হার্মাদ শিবির’, ‘গরাদ! গরাদ!’ প্রভৃতি। ‘যারা বৃষ্টিতে ভিজেছিল' তাঁর স্মরণীয় কাব্য-উপন্যাস। তাঁর রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে 'সেই সব শেয়ালেরা’, ‘সুড়ঙ্গ ও প্রতিরক্ষা’ প্রভৃতি। বাংলা কবিতার আলোচনায় তাঁর লেখা ‘আকস্মিকের খেলা’, ‘আমার রবীন্দ্রনাথ’, ‘গোঁসাইবাগান (তিন খণ্ড)' ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন। সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url