সুবর্ণ সুযোগ! উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ, তাও আবার লিখিত পরীক্ষা ছাড়াই| তাড়াতাড়ি আবেদন করুন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2024: আপনি কি একটি বেসকারি চাকরি খুঁজছেন? তাও আবার কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই?  তাহলে আজকের পোস্টটি আপনার জন্য| শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এক্সিস ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্সিস ব্যাংকের তরফ থেকে AXIS ব্যাংকেকাস্টমার সার্ভিস অফিসার পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে।  

সুবর্ণ সুযোগ! উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ, তাও আবার লিখিত পরীক্ষা ছাড়াই? তাড়াতাড়ি আবেদন করুন


উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ ২০২৪- Axis Bank New job Recruitment 2024

পশ্চিমবঙ্গে Axis ব্যাঙ্ক এ কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।  চলুন এবার জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা ও কিভাবে আবেদন করতে হবে, মাসিক বেতন কত, সুবিধা থেকে কি পাবেন , ইন্টারভিউ কবে হবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য  আজকের এই প্রতিবেদনের মাধ্যমে 


পদের নাম : অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার পদে নতুন নিয়োগ করা হবে।


মাসিক বেতন: অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে মাসিক বেতন সম্পর্কে কিছু বলা হয়নি তবে যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে| 


আবেদনকারীর বয়সসীমা : অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এই পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।

মোট শূন্য পদ সংখ্যা -অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মোট ১২৮ টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।


আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী যোগ্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস  বাঅবশ্যই দ্বাদশ শ্রেণি পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।  ।


আবেদন এর  তারিখ:

অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত অর্থাৎ ২০/০৩/২০২৪ তারিখ পর্যন্ত চলবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নিচে দেওয়া ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 



আবেদন মাধ্যম - যোগাযোগ মাধ্যম : 

WhatsApp No- 7980179708


অথবা 

Email : bankingcorporate3@gmail.com

WhatsApp : 7980179708

(এই নাম্বার টি তে সরাসরি কল বা বায়োডাটা পাঠিয়ে আবেদন করা যাবে)


Axis ব্যাঙ্কে নিয়োগ পদ্ধতি :

কোনো রকম লিখিত পরীক্ষা  ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এক্সিস ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে এছাড়াও এখানে প্রশিক্ষণ এর ও সুবন্দোবস্ত আছে।


ইন্টারভিউর কিছু জরুরি বার্তা :

Axis ব্যাংকের ইন্টারভিউয়ের সময়:- সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে  ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।

কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। 

কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন



Axis ব্যাংকে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-

 1. বায়োডাটা

 2. মাধ্যমিকের এডমিট কার্ড।

 3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

5.পাসপোর্ট সাইজের ফটোকপি।

6. চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।

7. আধার কার্ড অথবা ভোটার কার্ড।

8. পাসপোর্ট সাইজের ছবি



Axis ব্যাঙ্কে কাজের ভূমিকা ও দায়িত্ব :

ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট এর কাজ।


চাকরির ধরন : স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রমোশন দেওয়া হয়ে থাকে। 


Axis ব্যাঙ্কে কাজ সুবিধা:

  • স্বাস্থ্য বীমা
  • জীবনবীমা
  • তহবিল
  • সময়সূচী – দিনের শিফট
  • সম্পূরক বেতন – কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস


এই নিয়োগ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য এই নম্বরে কল করুন.



Axis ব্যাংকে কাজ সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর । Axis Bank job Recruitment FAQ -


1. Axis ব্যাংকে কি কাজ করতে হবে?

উত্তর:-  অ্যাক্সিস ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে কাজ করতে হবে


2. Axis ব্যাংকে  কাস্টমার সার্ভিস অফিসাররের মাসিক বেতন কত?

উত্তর:- অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে মাসিক বেতন সম্পর্কে কিছু বলা হয়নি তবে যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে| 


3. Axis ব্যাংকে  কাস্টমার সার্ভিস অফিসার কাজের জন্য কোন কোর্সের প্রয়োজন আছে? 

উত্তর:- উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সুন্দরভাবে বাংলা ভাষাতে কথা বলতে জানতে হবে 


5. Axis ব্যাংকে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

উত্তর:-  নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে কম্পিউটার কোর্স করা থাকতে হবে।


6.  Axis ব্যাংকে কাজ করার জন্য কি ভাবে আবেদন করবেন?

উত্তর:- Axis ব্যাংকে কাজের জন্য আবেদন করার পদ্ধতি জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন – 


7. Axis ব্যাংকে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন?

উত্তর:- মাধ্যমিকের এডমিট কার্ড,শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।,কাস্ট সার্টিফিকেট যদি থাকে,পাসপোর্ট সাইজের ফটোকপি,চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার,আধার কার্ড অথবা ভোটার কার্ড।



8. Axis ব্যাংকে আবেদন করতে প্রার্থীদের বয়স কত থাকতে হবে?

উত্তর:- 21 বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url