বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতির নাম ও গমন অঙ্গের নাম | Locomotion and organs of different animals

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি ও গমন অঙ্গLocomotion and organs of different animals in Bengali 

প্রশ্ন: হাইড্রা-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  কর্ষিকা

প্রশ্ন: কেঁচো-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  সিটা বা সিটি

প্রশ্ন: জোঁক-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  লুপিং চোষক অঙ্গ

প্রশ্ন: চিংড়ি-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  প্লিওপড

প্রশ্ন: মাছ-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ- পাখনা, মায়াটোম পেশি, পটকা

প্রশ্ন: ব্যাঙ-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  পা

প্রশ্ন: অ্যামিবা, এ্যান্টামিবা-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ- ক্ষণপদ

প্রশ্ন: ইউগ্লিনা, নকটিউলিকা, ট্রাইপ্যানোসোমা-র গমন অঙ্গের নাম কি ?

উত্তরঃ ফ্ল্যাজেলা

প্রশ্ন: তিমি-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ- পুচ্ছ ও ফ্লিপার

প্রশ্ন: শামুক, ঝিনুক-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ- মাংসল পদ

প্রশ্ন: প্যারামিসিয়াম-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ- সিলিয়া

প্রশ্ন: আরশোলা-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  তিনজোড়া পা ও দুইজোড়া ডানা

প্রশ্ন: তারামাছ-র গমন অঙ্গের নাম কি ?  

উত্তরঃ-  টিউব ফীটি

WWW.SKGUIDEBANGLA.IN

প্রশ্ন: হাইড্রা-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- লুপিং, সুইমিং, সামারসল্টিং

প্রশ্ন: কেঁচো-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ-  ক্রিপিং

প্রশ্ন: জোঁক-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- লুপিং

প্রশ্ন: চিংড়ি-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- সুইমিং

প্রশ্ন: ব্যাঙ-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- লিপিং,ক্রলিং সুইমিং

প্রশ্ন: অ্যামিবা, এ্যান্টামিবা-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- অ্যামিবয়েড গতি

প্রশ্ন: ইউগ্লিনা, নকটিউলিকা-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- ফ্ল্যাজেলীয় গতি

প্রশ্ন: তিমি-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- সুইমিং

প্রশ্ন: শামুক, ঝিনুক-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- স্লিপিং

প্রশ্ন: প্যারামিসিয়াম-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- সিলিয়ারী গমন

প্রশ্ন: তারামাছ-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- লুপিং

প্রশ্ন: আরশোলা-র গমন পদ্ধতির নাম কি ?  

উত্তরঃ- ফ্লাইং ও ওয়ার্কিং



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url