ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ও তাদের অবস্থান PDF| National Parks and Sanctuaries of India Questions Answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য pdf download , ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download, আগত WBCS,WBP, KP Si Main , SSC CHSL, SSC MTS, SSc GD, GROUP C & D , Clarckship, Lady Constable পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য পিডিএফ ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য প্রশ্ন উত্তর PDF| National Parks and Sanctuaries of India Questions Answer pdf
প্রশ্ন: বক্সা জাতীয়
উদ্যান অবস্থিত ----- আলিপুরদুয়ার (পশ্চিমবঙ্গ)
প্রশ্ন: সুন্দরবন জাতীয়
উদ্যান অবস্থিত ---- দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)
প্রশ্ন: জিম করবেট জাতীয়
উদ্যান অবস্থিত ----- নৈনিতাল (উত্তরাখান্ড)
প্রশ্ন: কানহা জাতীয়
উদ্যান অবস্থিত ----- মানদাই (মধ্যপ্রদেশ)
প্রশ্ন: তুঙ্গভদ্রা
অভয়ারণ্য অবস্থিত ----- কর্ণাটক
প্রশ্ন: জলদাপাড়া জাতীয়
উদ্যান অবস্থিত ----- জলপাইগুড়ি (পশ্চিমবঙ্গ)
প্রশ্ন: ঘানা পাখি অভয়ারণ
অবস্থিত ----- ভরতপুর (রাজস্থান)
প্রশ্ন: মানস ব্যাঘ্র
অভয়ারণ অবস্থিত ----- বরপেটা রোড (আসাম)
প্রশ্ন: কাজিরাঙ্গা জাতীয়
উদ্যান অবস্থিত ----- জোড়হাট (আসাম)
প্রশ্ন: গরুমারা জাতীয়
উদ্যান অবস্থিত ----- মালবাজার পশ্চিমবঙ্গ
প্রশ্ন: চন্দ্রপ্রভা জাতীয়
উদ্যান অবস্থিত ----- বারানসি (উত্তর প্রদেশ)
প্রশ্ন: সরিস্কা অভয়ারণ্য
অবস্থিত ----- আলওয়ার (রাজস্থান)
প্রশ্ন: পেরিয়ার অভয়ারণ্য
অবস্থিত ----- ইডুক্কি (কেরল)
প্রশ্ন: গৌতম বুদ্ধ
অভয়ারণ্য অবস্থিত - ----বিহার
প্রশ্ন: গীর অভয়ারণ্য অবস্থিত ----- যুনাগড় (গুজরাট)
প্রশ্ন: পালামৌ ব্যাঘ্র
অভয়ারণ্য অবস্থিত ----- ঝাড়খন্ড
প্রশ্ন: সিঙ্গালিলা জাতীয়
উদ্যান অবস্থিত ----- দার্জিলিং (পশ্চিমবঙ্গ)
প্রশ্ন: দচিগ্রাম অভয়ারণ্য
অবস্থিত ----- দচিগ্রাম (জম্মু ও কাশ্মীর)
প্রশ্ন: চাপড়ামারি
অভয়ারণ্য অবস্থিত ----- পশ্চিমবঙ্গ
প্রশ্ন: গুইন্ডী জাতীয়
উদ্যান অবস্থিত ----- তামিলনাড়ু
প্রশ্ন: সিমলিপাল অভয়ারণ্য
অবস্থিত ----- উড়িষ্যা
প্রশ্ন: ভারতের প্রথম
জাতীয় উদ্যান কোনটি ?
উঃ - জিম করবেট জাতীয় উদ্যান হল ভারতের প্রথম জাতীয়
উদ্যান, যেটি অবস্থিত উত্তরপ্রদেশের নৈনিতালে, এটি প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালে।
প্রশ্ন: জিম করবেট জাতীয়
উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ - জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের নৈনিতালে
অবস্থিত।
প্রশ্ন: গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? উঃ -
পশ্চিমবঙ্গ।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ও তাদের অবস্থান PDF
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
THANK YOU & WELCOME