Gram Panchayat Job 2024 : গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের আবেদন শুরু হয়েগেছে ! দেখুন কিভাবে আবেদন করতে হবে

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Gram Panchayat Job - গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গ রাজ্যের সকল চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুযোগ ! রাজ্যের পঞ্চায়েতে কর্মী নিয়োগের (Gram Panchayat Job Recruitment news) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন কিভাবে আবেদন করতে হবে? নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি তথ্য।

Gram Panchayat Job Recruitment news


নিয়োগকারী সংস্থা – DMMU Jalpaiguri 


পদের নাম- CRP-EP 


মোট শূন্যপদ- ১০টি।


শিক্ষাগত যোগ্যতা-  সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদন করি প্রার্থীকে ন্যূনতম কলেজ পাস করতে হবে। অবশ্যই প্রার্থীদের কম্পিউটার চালানোর বিশেষ দক্ষতা ও ম্যাথ এবং বিজনেসের উপরও বিশেষ দক্ষতা থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন।


মাসিক বেতন –  এই পদের ক্ষেত্রে মাসিক বেতন কোনোরকম উল্লেখ করা নেই, আলোচনার ভিত্তিতে বেতন দেওয়া হবে।


বয়সসীমা-  ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। 

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের  দু টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। 

প্রথমে টেকনিক্যাল স্কিল টেস্ট 

পরবর্তী ধাপে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি-  প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

 ফর্ম পূরণ করার পরে যে যে নথিগুলি চাওয়া হবে, সেগুলিকে Xerox করে নির্দিষ্ট সময়, তারিখ ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।


বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন PDF ডাউনলোড করুন 


আবেদন করার শেষ তারিখ – 15.12.2024

Official Notification Click Here

official website Visit Now


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url