তিন পাহাড়ের কোলে - শক্তি চট্টোপাধ্যায়
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
আজ আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর বাংলা কবিতা: তিন পাহাড়ের কোলে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতাটি শেয়ার করছি। কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন|
তিন পাহাড়ের কোলে
শক্তি চট্টোপাধ্যায়
অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে,
হাওয়াবিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে।
জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়,
এমন একটি দেশে আসলে সক্কলে পথ হারায়।
পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই,
ঝরনা, কাঁদড়, টিলা, পাথর বনভূমির কাছেই।
বনভূমির ওপারে কোন মনোভূমির দ’য়,
ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয় !
পুব আকাশে আস্তে-ধীরে আলোর ঘোমটা খোলে,
শক্ত সবুজ গাঁ ভেসেছে তিনপাহাড়ের কোলে।
সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?
তিনপাহাড়ের নক্শিকাঁথায় শিশুর কলবর।