“নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর।” কোথায় সাতদিন ধরে বৃষ্টি হয়েছিল? এর ফলে প্রজারা যে দুর্গতির সম্মুখীন হয়েছে তার বর্ণনা দাও।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

“নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর।” – কোথায় সাতদিন ধরে বৃষ্টি হয়েছিল? এর ফলে প্রজারা যে দুর্গতির সম্মুখীন হয়েছে তার বর্ণনা দাও।


“নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর।”—কলিঙ্গবাসীদের জীবনে এর কী প্রভাব পড়েছিল আলোচনা করো।


উত্তর: কলিঙ্গদেশে সাত দিনের অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সারা দেশ বন্যায় ডুবে যাওয়ায় শস্যখেতের বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসের তালের মতো বড়ো শিলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড়ের বেশে কলিঙ্গদেশ জুড়ে ধ্বংসলীলা চালান। তাঁর দাপটে মঠ, অট্টালিকা সব ভেঙে খানখান হয়ে যায়। দেবীর আদেশে নদনদী একজোট হয়ে কলিঙ্গদেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। জল-স্থল একাকার হয়ে গিয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়ায়। কলিঙ্গদেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনির স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকোয়, ফলে প্রজাদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। সাত দিনের অবিরাম বৃষ্টিতে ভীত এবং বিপদগ্রস্ত কলিঙ্গদেশের প্রজাদের দুর্দশা চরমে ওঠে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url