কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কীভাবে গগন মণ্ডল ছেয়ে ফেলেছিল? ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গদেশের দুরবস্থা বর্ণনা করো।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কীভাবে গগন-মণ্ডল ছেয়ে ফেলেছিল? ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গদেশের দুরবস্থা বর্ণনা করো।


“নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল।”— গগনমণ্ডলে মেঘ জুড়ে কী পরিস্থিতি সৃষ্টি হল?

উত্তর: কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশ থেকে নেওয়া পঙ্ক্তিটিতে কলিঙ্গদেশে ভয়াবহ ঝড়বৃষ্টির বর্ণনা করা হয়েছে। ‘নিমিষেকে’ অর্থাৎ অতি অল্পসময়ে বা মুহূর্তের মধ্যেই কলিঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় | ঈশান কোণে ঘন অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝলকে আকাশ কেঁপে ওঠে। উত্তরের আকাশে মেঘের গর্জন শোনা যায়। মুহূর্তের মধ্যে সারা আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে গিয়ে চারিদিক অন্ধকারে ঢেকে দেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url