কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কীভাবে গগন মণ্ডল ছেয়ে ফেলেছিল? ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গদেশের দুরবস্থা বর্ণনা করো।
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কীভাবে গগন-মণ্ডল ছেয়ে ফেলেছিল? ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গদেশের দুরবস্থা বর্ণনা করো।
“নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল।”— গগনমণ্ডলে মেঘ জুড়ে কী পরিস্থিতি সৃষ্টি হল?
উত্তর: কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশ থেকে নেওয়া পঙ্ক্তিটিতে কলিঙ্গদেশে ভয়াবহ ঝড়বৃষ্টির বর্ণনা করা হয়েছে। ‘নিমিষেকে’ অর্থাৎ অতি অল্পসময়ে বা মুহূর্তের মধ্যেই কলিঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় | ঈশান কোণে ঘন অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝলকে আকাশ কেঁপে ওঠে। উত্তরের আকাশে মেঘের গর্জন শোনা যায়। মুহূর্তের মধ্যে সারা আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে গিয়ে চারিদিক অন্ধকারে ঢেকে দেয়।