Food SI শেষ মুহূর্তের সাজেশন: ফুড এস আই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সাজেশন প্রশ্ন উত্তর গুলো অবশ্যই দেখে যাবেন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড SI প্রশ্ন ও উত্তর সাজেশন Pdf download । WBPSC Food SI exam Suggestion question answer pdf download in bengali | Food SI সাজেশন প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড |  FOOD SI EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


ফুড এস আই সাজেশন প্রশ্ন উত্তর | FOOD SI সাজেশন প্রশ্ন উত্তর 2024

ফুড এস আই সাজেশন প্রশ্ন উত্তর
FOOD SI সাজেশন প্রশ্ন উত্তর 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । ফুড এস আই প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সাজেশন প্রশ্ন ও উত্তর  pdf । wbpsc food si exam suggestion question answer ,ফুড এস আই  সাজেশন প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড|  Food sub inspector পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


আরও দেখুন: ফুড এস আই পরীক্ষার জন্য ৫০টি গুরুত্বপূর্ণ অংক দেখে নাও 


Food SI Suggestions question answer in Bengali pdf  |ফুড SI সাজেশন প্রশ্ন ও উত্তর pdf 

1➤ সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়?

=> ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।

2➤ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।

=> বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।

3➤ রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?

=> ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।

4➤ বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?

=> জোসেফ ব্যাপ্তিস্তা

5➤ Public Safety Act কী?

=> Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।

6➤ বেট্টি প্রথা কী?

=> বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।

7➤ ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?

=> মানবেন্দ্রনাথ রায়

8➤ ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?

=> সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।

9➤ উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?

=> ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।

10➤ একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?

=> মাদারি পাসি।

11➤ কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?

=> লাঙ্গল পত্রিকা।

12➤ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?

=> ১৯৩০ খ্রিস্টাব্দে

13➤ আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?

=> ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়

14➤ কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

=> ১৯৩৪ খ্রিস্টাব্দে

15➤ গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?

=> মাতঙ্গিনী হাজরা

16➤ মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?

=> সূর্যসেন

17➤ রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?

=> লক্ষ্মী সেহগল

18➤ কার্লাইল সার্কুলার কবে জারি হয়?

=> ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।

19➤ রশিদ আলি কে ছিলেন?

=> আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।

20➤ পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

=> ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর

21➤ কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?

=> শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।

22➤ নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?

=> শ্রী হরিচরণ ঠাকুরকে।

23➤ হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?

=> অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।

24➤ ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?

=> গান্ধিজি।

25➤ গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?

=> লালা হরদয়াল।

26➤ মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?

=> ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।

27➤ কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?

=> ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।

28➤ ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?

=> সরলা দেবী চৌধুরানী গঠন করেন।

29➤ রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?

=> ১৯৫৬ খ্রিস্টাব্দে।

30➤ পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?

=> ১৪টি

31➤ কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?

=> ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।

32➤ কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?

=> ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।

33➤ কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?

=> গান্ধিজি নেতা শ্রীরামালু ।

34➤ মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?

=> জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।

35➤ অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?

=> সেখ আবদুল্লা।

36➤ হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?

=> ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।

37➤ ভি. পি. মেনন কে ছিলেন?

=> স্বরাষ্ট্রসচিব।

38➤ কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?

=> ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।

39➤ লৌহ মানব কাকে বলা হত?

=> সর্দার বল্লভভাই প্যাটেলকে ।

40➤ ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?

=> ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।

41➤ সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?

=> ১৯২৬ খ্রিস্টাব্দে

42➤ রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

=> দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।

43➤ কাশ্মীরের রাজা কে ছিলেন?

=> হরি সিং।

44➤ কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?

=> ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর


PDF Download: Click here 

.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url