General science Question Answer in bengali 2024। গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

General science Question Answer । গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর

General science Question Answer in bengali 2024। গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর 2024

১. প্রশ্ন: পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?

উত্তর: বিজ্ঞানী মোসলে

২. প্রশ্ন: ফসফিন কি পদার্থ ?

উত্তর: যৌগিক

৩. প্রশ্ন: ভর সংখ্যার অপর নাম কি ?

উত্তর: নিউক্লিয়াস সংখ্যা

৪. প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –

উত্তর: কিলোগ্রাম

৫. প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –

উত্তর: দস্তা

৬. প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?

উত্তর: আকর্ষন শক্তি

৭. প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?

উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়

৮. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন

উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য

৯. প্রশ্ন: কোনটির আয়তন নেই ?

উত্তর: গ্যাসীয় পদার্থের

১০. প্রশ্ন: জল কয় অবস্থায় থাকতে পারে ?

উত্তর: ৩

১১. প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?

উত্তর: ঊর্ধ্বপাতন

১২. প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?

উত্তর: লবন

১৩. প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?

উত্তর: নাইট্রোজেন

১৪. প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?

উত্তর: সমীভবন

১৫. প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?

উত্তর: হাইড্রোজেন

১৬. প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?

উত্তর: ইউরেনিয়াম

১৭. প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?

উত্তর: ২৩৮

১৮. প্রশ্ন: বায়ু একটি—

উত্তর: মিশ্র পদার্থ

১৯. প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?

উত্তর: হিমাঙ্ক

২০. প্রশ্ন: সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?

উত্তর: আনান সেপটিয়াম

২১. প্রশ্ন: যৌগিক পদার্থ নয় কোনটি ?

উত্তর: বায়ু

২২. প্রশ্ন: নিষ্ক্রিয় মৌল কোনটি ?

উত্তর: জেনন

২৩. প্রশ্ন: কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

উত্তর: জিপসাম

২৪. প্রশ্ন: কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?

উত্তর: ০

২৫. প্রশ্ন: চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?

উত্তর: ১০০

২৬. প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?

উত্তর: অনু

২৭. প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?

উত্তর: ইলেকট্রন

২৮. প্রশ্ন: পরমানুতে কি সমান থাকে ?

উত্তর: ইলেকট্রন প্রোটনের সংখ্যা

২৯. প্রশ্ন: নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?

উত্তর: ১

৩০. প্রশ্ন: প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা

উত্তর: 2n^2

৩১. প্রশ্ন: পরমানুর প্রোটনের সংখ্যাকে কি বলে?

উত্তর: পারমানবিক সংখ্যা

৩২. প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান—

উত্তর: তামা ও দস্তা

৩৩. প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

উত্তর: সূর্যরশ্মি

৩৪. প্রশ্ন: প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?

উত্তর: জন ডাল্টন

৩৫. প্রশ্ন: ১ মোল বস্তুতে অনুর সংখ্যাকে বলে—

উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যা

৩৬. প্রশ্ন: অ্যাভোগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?

উত্তর: N

৩৭. প্রশ্ন: আইসোটোপে কি ভিন্ন থাকে ?

উত্তর: ভর সংখ্যা

৩৮. প্রশ্ন: আইসোটনে কি সমান থাকে ?

উত্তর: নিউট্রন

৩৯. প্রশ্ন: আইসোবারে কি ভিন্ন থাকে ?

উত্তর: প্রোটন সংখ্যা

৪০. প্রশ্ন: আইসোবারে সমান থাকে কোনটি ?

উত্তর: ভর সংখ্যা


●রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় ➟ কার্বন ও ফ্রেয়ন।

●বাদুড় পথ চলার জন্য ব্যবহার করে ➟ আল্ট্রাসনিক তরঙ্গ।

●কাচ মাটির সাথে মিশতে সময় লাগে ➟ প্রায় ২০০ বছর।

●শব্দের গতি সবচেয়ে কম ➟ বায়বীয় পদার্থে।

●সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ➟ ১৫ কোটি কিলোমিটার।

●লেজার রশ্মি আবিষ্কার করেন ➟ মাইম্যান।

●আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ➟ ম্যাক্স প্ল্যাঙ্ক।

●লেন্সের ক্ষমতার একক ➟ ডায়প্টার।

●হীরক দেখার কারন ➟ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।

●যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে ➟ দর্পন।

●সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় ➟ অবতল লেন্স।

●আকাশে রংধনু সৃষ্টির কারণ ➟ বৃষ্টির কণা।

●আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি ➟ বেগুনি রঙ্গের।

●আলোর বিচ্যুতি সবচেয়ে কম ➟ লাল রঙ্গের।

●লাল আলোতে নীল রঙ্গের ফুল দেখাবে ➟ কালো।

●চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➟ কালো রঙ্গের কাপে।

●বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ➟ রুপার।

●বাংলাদেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি ➟ ৫০ হার্জ।

●লোহার উপর টিনের প্রলেপ দেয়াকে বলে ➟ গ্যালভানাইজিং।

●বৈদ্যুতিক বাল্বের ভিতরে সরু তারটি তৈরি হয় ➟ টাংস্টেন দ্বারা।

●বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় ➟ নাইক্রোম তার।

●ট্রানজিস্টার আবিষ্কার হয় ➟ ১৯৪৮ সালে।

●এক্সরে আবিষ্কার করেন ➟ রন্টজেন।

●টিউমার, ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় ➟ গামা রশ্মি।

●রঙ্গিন টেলিভিশন থেকে বের হয় ➟ মৃদু রঞ্জনরশ্মি।

●ইলেকট্রন আবিষ্কার করেন ➟ থমসন।

●প্রোটন আবিষ্কার করেন ➟ রাদারফোর্ড।

●নিউটন আবিষ্কার করেন ➟ স্যাডউইক।

●এটম বোমা তৈরি হয় ➟ ফিশন প্রক্রিয়ায়।

●পারমাণবিক বোমার আবিষ্কার করেন ➟ ওপেন হাইমার।

●ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় ➟ বিমানে।

নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭ ।

●সিলিকনের পারমাণবিক সংখ্যা ➟ ১৪।

●ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ➟ ৯২।

●আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ➟ ৩৩।

●কমলা লেবুতে থাকে ➟ এসকরবিক এসিড।

●পলিথিন পোড়ালে উৎপন্ন হয় ➟ কার্বনমনোক্সাইড।

●ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল ➟ প্রাকৃতিক গ্যাস।

●প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।

●বায়োগ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।

●সেভিং সাবানের উপাদান ➟ কস্টিক পটাশ।

●কাঁদুনে গ্যাসের অপর নাম ➟ ক্লোরোপিকরিন।

●নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় ➟ ইউরিয়া।

●কাঁচ তৈরির প্রধান উপাদান ➟ সিলিকা বা বালি।

●প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক।

●সর্বাপেক্ষা হালকা ধাতু ➟ লিথিয়াম।

●সর্বোত্তম তড়িৎ বাহক ➟ তামা (Cu) ।

●তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ➟ ব্রোঞ্জ।

●সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম।

●জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন ➟ লুই প্রাস্তুর।

●পোলিও টিকার আবিষ্কারক ➟ জোনাস সক।

●যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন ➟ রর্বাট কচ

●পেনিসিলিন আবিষ্কার করেন ➟ আলেকজান্ডার ফ্লেমিং।

● ওজোন এর রং ➟গাঢ় নীল।

● সাবানের রাসায়নিক নাম ➟ সোডিয়াম স্টিয়ারেট।

● ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস ➟ ক্লোরিন।

● ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় ➟ অ্যালুমিনিয়াম (৭%)।

● পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু ➟ ক্যালিফোর্নিয়াম।

● রক্তের সার্বজনীন গ্রহীতা ➟ ‘AB’ গ্রুপ

● রক্তের সার্বজনীন দাতা ➟ ‘O’ গ্রুপ

● রেল ইঞ্জিনের অাবিষ্কারক ➟ স্টিফেনসন।

● শিশুদের চিকিৎসা বিদ্যাকে বলে ➟ পেডিয়াট্রিক্স।

● ভ্রুণ সম্পর্কিত বিদ্যাকে বলে ➟ এমব্রায়োলজি।

● অনুজীব বিষয়ক বিদ্যাকে বলে ➟মাইক্রোবায়োলজি।

● প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে ➟ অার্কিওলজি।

● উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে বলে ➟ হারপেটোলজি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url