গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের অনলাইন আবেদন শুরু হয়েছে! তাড়াতাড়ি দেখুন কিভাবে ফরম ফিলাপ করবেন?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ :  WB Gram Panchayat Recruitment 2024 :  ২০২৪ সালে অর্থাৎ এ বছরই লোকসভা ভোট হতে চলেছে।সামনের আগত লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে ঘোষণা করা হয়েছে।হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি  দপ্তরের প্রচুর শূন্যপদে  বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এ বছর।  রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী লোকসভা ভোটের আগেই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ এর জন্য আবেদন করতে চান হলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে  শেষ পর্যন্ত পড়ুন। 

গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের অনলাইন আবেদন শুরু হয়েছে

চলুন এবার জেনে নেওয়া যাক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ কিভাবে আবেদন করবেন।


গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি -  গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ফরম ফিলাপ 2024


পদের নাম:  গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ।


  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 
  • গ্রামীণ পঞ্চায়েত কর্মী
  • নির্মাণ সহায়ক
  • সহায়ক
  • পঞ্চায়েত সেক্রেটারি
  •  অ্যাকাউন্ট ক্লার্ক 
  •  ব্লক ইনফরমেশন অফিসার
  •  ডাটা এন্ট্রি অপারেটর
  •  পঞ্চায়েত সমিতি পিয়ন
  •  অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার
  •  গ্রুপ ডি
  • STENO গ্রাফার
  •  লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
  •  ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 



মোট শূন্যপদ সংখ্যা: মোট 6652 টি ।

দেখে নিন বিভিন্ন জেলা অনুযায়ী শূন্য পদের সংখ্যা 

  • আলিপুরদুয়ার GP -96 . PS- 17. ZP- 8
  • বাঁকুড়া GP -541 . PS-36 . ZP-8 
  • বীরভূম GP -129 . PS-1 . ZP-30
  •  কোচবিহার GP -151 . PS- 14. ZP- 29 
  •  দক্ষিণ দিনাজপুর GP -151 . PS-22 . ZP- 9 
  • দার্জিলিং GP -331 . PS- 35.
  • হুগলী GP - 539. PS-32 . ZP- 30  
  • হাওড়া GP - 379. PS-33 . ZP- 25  
  • জলপাইগুড়ি GP - 104. PS-11 . ZP- 31  
  • ঝারগ্রাম GP -200 . PS-21 . ZP-1   
  • কালিম্পং GP -151 . PS- 18 .  
  • মালদা GP - 103 . PS-8 . ZP- 25  
  • মুর্শিদাবাদ GP - 133 . PS-5 . ZP-  35 
  • নদিয়া GP - 102. PS- 23. ZP- 16   
  • উত্তর ২৪ পরগনা  GP - 1486. PS- 45. ZP- 35
  • পশ্চিম বর্ধমান GP - 97. PS-19 . ZP- 1
  • পূর্ব বর্ধমান GP - 238 . PS- 11 . ZP- 50 
  • পূর্ব মেদিনীপুর GP - 485. PS- 61. ZP- 14
  • পুরুলিয়া GP - 311 . PS- 54. ZP- 33   
  • দক্ষিণ ২৪ পরগনা GP - 484. PS- 15 . ZP- 17   
  • উত্তর দিনাজপুর GP - 60. PS- 11 . ZP- 25


শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। 


আবেদনকারী প্রার্থীর বয়সসীমা: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। 



গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য কিভাবে আবেদন করবেন?

আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন ডিপার্টমেন্ট এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত আবেদন পদ্ধতি ও আবেদন শুরু তারিখ নির্দিষ্ট কিছু বলা নেই।  কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আশা করছি খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ  জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে দেখে নিন কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।  গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন।


 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের  যুক্ত হন এখানে ক্লিক করুন।


গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য কোন কোন জিনিস প্রয়োজন? 

  • আপনার সাধারণ ইনফরমেশন যেমন আপনার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা ইত্যাদি তথ্য।
  • আপনার মোবাইল নম্বর। 
  • আপনার ইমেল  আইডি। 
  • আপনার শিক্ষাগত  যোগ্যতার সার্টিফিকেট। 
  • আপনার ঠিকানা।
  • আপনার দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার আধার কার্ড।
  • আপনার ভোটার কার্ড।
  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট।
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।


গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি : 

আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান তাহলে  নিম্নলিখিত স্টেপ গুলো ফলো করুন

  • আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে হবে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।
  • তারপর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে
  • এরপর আপনাকে ফর্মটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে।
  •  তারপর আপনাকে আপনার ছবি ও সিগনেচার আপলোড করতে হবে
  • এইভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন|


গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ফরম ফিলাপ কিভাবে করবেন?

ফরম ফিলাপ : গ্রাম পঞ্চায়েতে এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। কবে থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ ফরম ফিলাপ করতে পারবেন সেই বিষয়ে অফিশিয়াল কোন আপডেট নেই আশা করছি খুব শীঘ্রই ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে। আপনাকে প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করে রাখতে হবে। অনলাইন ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে তা জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান অথবা আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন।


বি: দ্র: আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদের সংখ্যা প্রকাশ করলে তারপর অনলাইন আবেদন শুরু হবে এখন শুধুমাত্র আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করে রাখতে হবে।

আবেদন করার লিঙ্ক APPLY NOW

অফিসিয়াল বিজ্ঞপ্তি DOWNLOAD

অফিসিয়াল ওয়েবসাইট Click Here


গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর FAQ 

1. গ্রাম পঞ্চায়েতের মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে 2024 ?

গ্রাম পঞ্চায়েতের মোট 6652 জন কে নিয়োগ করা হবে


2. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মোট শূন্য পদ কত?

 গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মোট শূন্য পদ 6652 টি


3. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের  আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন?

ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন।


4. গ্রাম পঞ্চায়েতে কর্মীদের মাসিক বেতন কত?

নতম মাসিক বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু।


 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url