ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তরের নাম PDF

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আসসালামু আলাইকুম,

আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি  ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর আগত WBCS,WBP, KP Si Main , SSC CHSL, SSC MTS, SSc GD, GROUP C & D , Clarckship, Lady Constable পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর PDF |Important organizations in India and their headquarters
ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর নাম 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তার সদর দপ্তর এর নাম যুক্ত পিডিএফ ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE 



ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর PDF |Important organizations in India and their headquarters

প্রশ্ন: নীতি আয়োগ (NITI AAYOG) এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- মুম্বাই


প্রশ্ন: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সদর দপ্তর- উত্তর:- মুম্বাই


প্রশ্ন: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)এরসদর দপ্তর অবস্থিত - 

উত্তর:- মুম্বাই


প্রশ্ন: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) সদর দপ্তর- 

উত্তর:- লখনউ WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (NHB)এর সদর দপ্তর অবস্থিত -

উত্তর:- নতুন দিল্লী

প্রশ্ন: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ সফটওয়ার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিস (NASSCOM)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নয়ডা


প্রশ্ন: কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)সদর দপ্তর - উত্তর: নতুন দিল্লী


প্রশ্ন: সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন (CSO)এর সদর দপ্তর - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন:  ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট (ISI)এর সদর দপ্তর - উত্তর:- কলকাতা


প্রশ্ন: সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সারটিফিকেশন (CBFC)এর সদর দপ্তর  -

উত্তর:- মুম্বাই


প্রশ্ন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)এর সদর দপ্তর অবস্থিত–

উত্তর:- ব্যাঙ্গালুরু


প্রশ্ন: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)এর সদর দপ্তর অবস্থিত –

উত্তর:- কলকাতা  WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)এর সদর দপ্তর অবস্থিত 

 উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)এর সদর দপ্তর অবস্থিত –

উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়া (IWAI)এর সদর দপ্তর  অবস্থিতউত্তর:- নয়ডা

প্রশ্ন: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- মুম্বাই


প্রশ্ন: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (SAI)এর সদর দপ্তর অবস্থিত –

উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)এর সদর দপ্তর – উত্তর:- মুম্বাই  WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: টেলিকম র‍্যেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)এর সদর দপ্তর- উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ন্যাশনাল ইন্সটিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং(NIAM) সদর দপ্তর অবস্থিত – উত্তর:- জয়পুর


প্রশ্ন: সেন্ট্রাল শীপ ব্রিডিং ফার্মএর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- হিসার


প্রশ্ন: ন্যাশনাল ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ (NIA)এর সদর দপ্তর অবস্থিত উত্তর:-জয়পুর


প্রশ্ন: ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (IBM)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- কোলকাতা


প্রশ্ন: প্রসার ভারতীএর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- নতুন দিল্লী


প্রশ্ন: ন্যাশনাল ফিল্ম আর্কিভ অফ ইন্ডিয়া (NFA)এর সদর দপ্তর অবস্থিত -উত্র:- পুনে


প্রশ্ন: হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট (১৯৭৭)এর সদর দপ্তর অবস্থিত - উত্তর:- সিমলা




বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- ভারতের বিখ্যাত সংস্থা ও তাদের সদর দপ্তর pdf

File Format:- PDF

File Location:- Google Drive

  Download  Click Here to Download 



THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url