Food SI Stay Order: Food SI পদে নিয়োগ কি বাতিল হবে? আবার কি পরীক্ষা নিতে হবে? কি জানালো হাইকোর্ট জেনে নিন সম্পূর্ণ তথ্য

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Food এসআই পরীক্ষার বড় আপডেট:  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) দ্বারা পরিচালিত অধীনস্থ সাব-ইন্সপেক্টর পদের জন্য খাদ্য ও সরবরাহ পরিষেবা, খাদ্যের অধীনে গ্রেড-III এবং সরবরাহ বিভাগ দপ্তরের নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল  ১৬ ও ১৭ই মার্চ ২০১৪ সালে অর্থাৎ এ বছর। কিন্তু পরীক্ষা চলাকালীন বিভিন্ন সেন্টারে বা বিভিন্ন  জেলায় ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখে দেখে লেখার বা জালিয়াতি করার মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে কিংবা টুকলি করে কিংবা একে অপরের দেখে দেখে আলোচনা করে পরীক্ষা হয়েছিল|

Food SI Stay Order: Food SI পদে নিয়োগ কি বাতিল হবে? আবার কি পরীক্ষা নিতে হবে? কি জানালো হাইকোর্ট জেনে নিন সম্পূর্ণ তথ্য
Food SI Stay Order

  অর্থাৎ ১৮ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে বিভিন্ন জেলার থানাতে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই এফআইআর অর্থাৎ অভিযোগ জানিয়েছে এই পরীক্ষা বাতিল করার জন্য। ফুড এসআই পরীক্ষা নিয়ে হাইকোর্টে মামলা ওঠে এবং আজকে হাইকোর্টের তরফ থেকে যে বড় আপডেট এসেছে তা  আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আজকে প্রতিবেদন দিয়ে প্রথম থেকে শেষ| 



Food SI পরীক্ষার ফলপ্রকাশ ও  নিয়োগ নিয়ে স্থগিতাদেশ দিল হাইকোর্ট । পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে, সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। আগামী ২২ মে রিপোর্ট দিতে হবে সিআইডি-কে। পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি।


Food SI পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে?

আপাতত Food এসআই পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না|  হাইকোর্টের তরফ থেকে Food SI পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ নিয়ে স্থগিতাদেশ দেয়া হয়েছে এর ফলে এই মামলা যতদিন না মীমাংসা হচ্ছে ততদিন পড়েছে পরীক্ষার নিয়োগ ও ফল প্রকাশ বন্ধ থাকবে। যদি  হাইকোর্টে পরীক্ষার ফল প্রকাশ করার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দেন তারপরেই ফলাফল প্রকাশ করা হবে।


Food SI পরীক্ষা কি বাতিল হয়ে যাবে?

Food Si পরীক্ষা বাতিল হবে কিনা তা নির্ভর করছে মামলার মীমাংসা বা সুনামির উপর | Food SI পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি| CID k  আগামী ২২শে মে তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে ।এরপর সমস্ত তথ্য যাচাই করে তবেই বলা হবে ফুড SI পরীক্ষা 2023 বাতিল হবে কিনা! 



আবার কি Food Si পরীক্ষা নেওয়া হবে?

বিভিন্ন অভিযোগের কারণে ফুড এসআই পরীক্ষার নিয়োগ ও ফল প্রকাশ আপাতত স্থগিতাদেশ দেয়া হয়েছে|  এই সম্পর্কে হাইকোর্টে মামলা চলছে। এই মামলার ফল প্রকাশ হওয়ার পর যদি হাইকোর্টের তরফ থেকে বলা হয় পুনরায় Food si পরীক্ষা নিতে হবে তাহলে পাবলিক সার্ভিস কমিশনকে পুনরায়  FOOD SI পরীক্ষা নিতে হবে।


এবং যদি হাইকোর্ট নির্দেশ দেন যে আর কোন পরীক্ষা নিতে হবে  না এবারের পরীক্ষার ফলাফলের উপর   ভিত্তি করে নিয়োগ করা হবে তাহলে আর কোন পরীক্ষা নেওয়ার প্রয়োজন পড়বে না |



FOOD SI পরীক্ষা সম্পর্কে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা জানতে অবশ্যই অফিশিয়াল পিডিএফ ডাউনলোড করে নিন এবং ভালো করে পড়ুন - Click Here


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url