HDFC Bank Recruitment 2024 : লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ | সম্পূর্ণ বিনামূল্যে কোথায় কিভাবে আবেদন করতে হবে জেনে নিন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

HDFC Bank Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় (District Wise)  HDFC Bank-এ ডাটা এন্ট্রির পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগকারী HR । জানানো হয়েছে একাধিক শূন্যপদ রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে, ছেলে কিংবা মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং Bank এ চাকরি করা আপনার সপ্ন হয়ে থাকে তাহলে আপনার জন্য এই বিরাট সুযোগটি। নিচে সবিস্তারে আলোচনা করা হল। 

HDFC Bank Recruitment 2024 : লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ | সম্পূর্ণ বিনামূল্যে কোথায় কিভাবে আবেদন করতে হবে জেনে নিন

HDFC Bank Recruitment 2024  | HDFC  ব্যাংকে নিয়োগ 2024

কীভাবে আবেদন করবেন? 

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কয়েকটি মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমে প্রাথীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email / WhatsApp এ পাঠাতে পারবেন। এছাড়াও সরাসরি ফোন কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটায় জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউ নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। দেখছি


পদের নাম (Name of the Job Post):  ব্যাক অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর


শূন্যপদ (Vacancy) : 120+


যােগ্যতা (Eligibility) : উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ

বয়সসীমা (Age Limit) : 18 বছর থেকে 32 বছর

মাসিক বেতন (Salary) : ১৬,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা


কর্মসংস্থান প্রকার (Employment Type): ফুল টাইম।


জেলার তালিকা আনুমানিক শূন্যপদ

  • বাঁকুড়া
  • বীরভূম ১২
  • কোচবিহার
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • হুগলি ১৮
  • হাওড়া ১২
  • জলপাইগুড়ি ১৬
  • ঝাড়গ্রাম ১০
  • কলকাতা
  • মালদা ১৩
  • মুর্শিদাবাদ ১৪
  • নদীয়া ১৮
  • উত্তর 24 পরগনা
  • পশ্চিম বর্ধমান ১২
  • পশ্চিম মেদিনীপুর ১৩
  • পূর্ব বর্ধমান ১৯
  • পুরুলিয়া ১০
  • দক্ষিণ ২৪ পরগনা ২০
  • উত্তর দিনাজপুর ২৬



আবেদন পদ্ধতি:

সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও সরাসরি ফোন নম্বর (WhatsApp) এবং ইমেইল অ্যাড্রেস CV পাঠিয়ে আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে অফিসিয়ালি কন্টাক্ট করা হবে।

Phone No – 


Job link - click Here 

ইন্টারভিউয়ের স্থান ও সময়:

আবেদনকারী প্রার্থীদের সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মধ্যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। অফিসিয়ালি whatsapp নম্বরে ইন্টারভিউ এর তারিখ এবং স্থান জানিয়ে দেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের অবশ্যই সিভিল ড্রেসে যেতে হবে। জিন্স বা অন্য কোন প্যান্ট শার্ট পড়ে গেলে ইন্টারভিউ নেওয়া হবে না। HDFC BANK এ চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নোক্ত ফোন নম্বর অথবা ইমেইল এড্রেসে CV পাঠাতে পারবেন। এছাড়া কিছুজিজ্ঞাসা থাকলে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করেও জিজ্ঞাসা করা যাবে।

উল্লেখ্য, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৮শে এপ্রিল এর আগে আবেদনপত্র জমা করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url