4200 টি শূন্যপদে RPF কনস্টেবল নিয়োগ পরীক্ষার আবেদন চলছে , বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

RPF কনস্টেবল পদে নিয়োগ 2024 : পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি দারুন  চাকরির বা পরীক্ষার খবর । Railway Protection Force এর তর থেকে কর্মী প্রচুর শূন্য  আরপিএফ কনস্টেবল নিয়োগ করা হবে তার  জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের তথা সারা ভারতের সব প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন পদ্ধতি? বয়স সীমা ? মাসিক বেতন? ইত্যাদি সমস্ত বিষয় প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে RPF কনস্টেবল নিয়োগ আবেদন সম্পূর্ণ করবেন।

4200 টি শূন্যপদে RPF কনস্টেবল নিয়োগ পরীক্ষার আবেদন চলছে , বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে

RPF কনস্টেবল নিয়োগ 2024 

পদের নাম : সাব-ইন্সপেক্টর, Constable

মোট শূন্যপদ : ৪২০৮ টি।

বয়স সীমা : প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তাছাড়া সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে।

মাসিক বেতন:

  • সাব-ইন্সপেক্টর পদে প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা।
  • কনস্টেবল পদে  প্রতি মাসে ২১,৭০০/- টাকা।


বয়স সীমা : প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তাছাড়া সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা : 

  • কনস্টেবল পদে আবেদন  নূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস  থাকতে হবে। 

  • সাব ইন্সপেক্টর পদে আবেদন  করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : সকল ইচ্ছুক  চাকরির প্রার্থীরা RPF কনস্টেবল নিয়োগের  জন্য আবেদন  করার জন্যঅবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। তিনটি ধাপের মাধ্যমে নিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সর্বপ্রথম CBT পরীক্ষা নেওয়া হবে এরপরে (PET) পরীক্ষা ও শারীরিক মাপজোক (PMT) মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।


আবেদন পদ্ধতি : 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন  ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।


গুরুত্বপূর্ন তারিখ  লিঙ্ক :  : 

আবেদনের শেষ তারিখ 14.05.2024

অফিশিয়াল ওয়েবসাইট - Visit Now

অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url