30 Important Question and answer in bengali
30 Important Question and answer in bengali
1➤ নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়?
2➤ রামধনুর দেশ কোনটি?
3➤ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল –
4➤ কানাডার রাজধানীর নাম কী?
5➤ ভারতে ভাষার ভিতিতে গঠিত প্রথম রাজ্য হল –
6➤ পৃথিবীর কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?
7➤ 'নউটংকি' কোথাকার লোকনৃত্য?
8➤ 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর নির্দেশক কে?
9➤ বংশগতি বিজ্ঞান সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়?
10➤ গান্ধিজী কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?
11➤ 'বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন?
12➤ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
13➤ নাগার্জুন সাগর পরিকিল্পনা কোন নদীর উপর অবস্থিত?
14➤ কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
15➤ সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?
16➤ 'পারসেক' এককটি দিয়ে মাপা হয় –
17➤ পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল –
18➤ . নিচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু?
19➤ মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় –
20➤ যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় –
21➤ রাগবি ফুটবল খেলায় উভয়পক্ষে কতজন করে খেলয়ার থাকে?
22➤ ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে?
23➤ X এবং Y হল দুই ভাই। C হল A-এর বোন। A হল X-এর বাবা। তবে C, Y-এর সাথে কীভাবে সম্পর্কিত?
24➤ রাজীব প্রথমে উত্তরদিকে 20 মিটার গেল, তারপর সে পূর্বদিকে আরও 5 মিটার হাঁটল। তারপর সে ডানদিকে ঘুরে 20 মিটার অতিক্রম করল। সে এখন শুরুর স্থান থেকে কতদূরে আছে?
25➤ যদি 18514 সংখ্যাটি 'AHEAD' বোঝায়, তবে 31385 বোঝাবে –
26➤ জাহাজ : সমুদ্র :: বিমান : _?
27➤ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরে সুদ-আসল কত হবে?
28➤ 5%-এর 3%-এর মান কত?
29➤ একটি দ্রব্যের ক্রয়মূল্য 120 টাকা। যদি সেটি 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত?
30➤ ঘণ্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?