30 Important Question and answer in bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

30 Important Question and answer in bengali

30 Important Question and answer in bengali
important Question and answer in bengali

1➤ নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়?

=> অসলো

2➤ রামধনুর দেশ কোনটি?

=> হাওয়াই দ্বীপপুঞ্জ

3➤ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল –

=> সাল্টো অ্যাঞ্জেল

4➤ কানাডার রাজধানীর নাম কী?

=> ওটাওয়া

5➤ ভারতে ভাষার ভিতিতে গঠিত প্রথম রাজ্য হল –

=> অন্ধ্রপ্রদেশ

6➤ পৃথিবীর কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?

=> . নিফে

7➤ 'নউটংকি' কোথাকার লোকনৃত্য?

=> উত্তরপ্রদেশ

8➤ 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর নির্দেশক কে?

=> ড্যানি বয়েল

9➤ বংশগতি বিজ্ঞান সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়?

=> Genetics

10➤ গান্ধিজী কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?

=> সবরমতী আশ্রম

11➤ 'বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন?

=> যতীন্দ্রনাথ মুখার্জী

12➤ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

=> 1526 খ্রি.

13➤ নাগার্জুন সাগর পরিকিল্পনা কোন নদীর উপর অবস্থিত?

=> কৃষ্ণা

14➤ কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?

=> চিন

15➤ সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?

=> 14-18

16➤ 'পারসেক' এককটি দিয়ে মাপা হয় –

=> মহাকাশীয় দূরত্ব

17➤ পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল –

=> শূন্য

18➤ . নিচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু?

=> সোনা

19➤ মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় –

=> টায়ালিন

20➤ যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় –

=> ভিটামিন- C

21➤ রাগবি ফুটবল খেলায় উভয়পক্ষে কতজন করে খেলয়ার থাকে?

=> . 15 জন

22➤ ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে?

=> punish

23➤ X এবং Y হল দুই ভাই। C হল A-এর বোন। A হল X-এর বাবা। তবে C, Y-এর সাথে কীভাবে সম্পর্কিত?

=> ভাইপো

24➤ রাজীব প্রথমে উত্তরদিকে 20 মিটার গেল, তারপর সে পূর্বদিকে আরও 5 মিটার হাঁটল। তারপর সে ডানদিকে ঘুরে 20 মিটার অতিক্রম করল। সে এখন শুরুর স্থান থেকে কতদূরে আছে?

=> 5 মিটার

25➤ যদি 18514 সংখ্যাটি 'AHEAD' বোঝায়, তবে 31385 বোঝাবে –

=> CACHE

26➤ জাহাজ : সমুদ্র :: বিমান : _?

=> আকাশ

27➤ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরে সুদ-আসল কত হবে?

=> 13,310 টাকা

28➤ 5%-এর 3%-এর মান কত?

=> 0.15%

29➤ একটি দ্রব্যের ক্রয়মূল্য 120 টাকা। যদি সেটি 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত?

=> 16.67%

30➤ ঘণ্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

=> 180 মিটার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url