অবশেষে WBPSC প্রকাশ করল আগত সমস্ত পরীক্ষার তারিখ ক্যালেন্ডার ২০২৪ । WBPSC tentative schedule Pdf 2024
WBPSC tentative schedule OF forthcoming examinations 2024: দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি সুন্দর নোটিশ বা পিডিএফ প্রকাশিত করা হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো পরীক্ষায় থেমে নেই। wbpsc যে সমস্ত পরীক্ষাগুলি নিয়ে থাকে সে সমস্ত পরীক্ষাগুলির জন্য পরীক্ষার তারিখ একটি সুন্দর পিডিএফ এর মাধ্যমে প্রকাশ করেছে আজকে অর্থাৎ ২৪/৬/২০২৪।
এই পিডিএফটি থেকে খুব সহজেই জানা যাবে কোন পরীক্ষা কত তারিখে হবে এবং কোন কোন পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করতে চলেছে 2024 সালে।
চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পিডিএফ ডাউনলোড লিংক থেকে পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নেবেন।
২০২৪ সালে কোন কোন পরীক্ষা কত তারিখে হতে চলেছে দেখুন
1. W.B.C.S.(Exe.) etc. (Main), Exam., 2023 [Advt. No.01/2023]
16, 17, 18 & 20th August, 2024
2. W.B.C.S.(Exe.) etc. (Preliminary) Examination, 2024
15th December, 2024
3. Fishery Extension Officer/ Assistant Fishery Officer/ Scientific Research Officer/Fishery Supervisor/ Assay Assistant under the Department of Fisheries, Aquaculture, Aquatic Resources & Fishing Harbours, Govt. of W.B. [Advt. No. 07/2024]
24th August, 2024
4. West Bengal Audit & Accounts Service Recruitment (Main) Examination, 2022 [Advt.
No. 13/2022]
28th to 30thA ugust, 2024
& 2n d to 4th September, 2024
5. West Bengal Audit & Accounts Service Recruitment (Preliminary) Examination,
2023 [Advt. No. 18/2023]
27th October, 2024
মোট 27 পরীক্ষা হতে চলেছে। বাকি গুলো দেখতে /
আরও জানতে Official PDF টি ডাউনলোড করুন।