নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Geography second Summative test exam Suggestion 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন 2024: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন। Class 9 Geography second Summative test exam suggestion|West Bengal Class 9th Geography second Unit Test Exam Suggestion 2024 , নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024, পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Geography second Summative test exam Suggestion 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । Class nine Geography second Unit Test Exam Suggestion 2024। Class Nine Geography important Suggestion 2023 in Geography Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Geography second Summative test exam Suggestion 2024 - Class 9 Geography Unit 2 Test Exam Suggestion 2024


পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ভূগোল সাজেশন 2024 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

second Unit Test Exam Suggestion 2024

Geography (ভূগোল)

Class 9 (নবম শ্রেণি)

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) কাশ্মীর উপত্যকা একটি

(a) প্লাবন সমভূমি, (b) লোয়েস সমভূমি, (c) হ্রদ সমভূমি, (d) লাভা সমভূমি।

(i) লৌহমিশ্রিত শিলায় ‘মরিচা পড়ার কারণ – 

(a) অক্সিডেশন, (b) কার্বনেশন, (c) হাইড্রেশন, (d) হাইড্রোলিসিস ।

(iii) একপ্রকার প্রাচীন পলিমাটির উদাহরণ

(iv) মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হল –

(a) তাল, (b) দিয়ারা, (c) বারিন্দ, (d) বাগড়ি।

(a) ধান চাষ, (b) পশুপালন, (c) নগরায়ণ (d) বৃক্ষরোপণ।

(v) ভারতের প্রমাণ দ্রাঘিমা (a) 88°30'পূ:, (b) 82°30'পূ:, (c) 80°30'পূ:, (d) 82°30'প: ।

(a) ময়ূরাক্ষী, (b) ভাগীরথী, (c) দামোদর (d) মহানন্দা ।

(vi) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হল –

(vii) পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ প্রতিবেশী দেশ হল – (a) নেপাল, (b) ভুটান, (c) বাংলাদেশ, (d) মায়ানমার (viii) পশ্চিমবঙ্গে 'Nor-wester' দেখা যায় 

 (a) গ্রীষ্ম ঋতুতে, (b) বর্ষা ঋতুতে, (c) শরৎ ঋতুতে, (d) শীত ঋতুতে।

(ix) ভূত্বকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলিকে বলা হয় –

(a) প্রতিসারী পাত, (b) অভিসারী পাত, (c) নিরপেক্ষ পাত।

(x) শল্কমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী হয় –

(a) ব্যাসল্ট শিলায়, (b) চুনাপাথর শিলায়, (c) গ্রানাইট শিলায়, (d) কোয়ার্টজ শিলায়।

(i) আন্তর্জাতিক তারিখরেখাকে সর্বাধিক বাঁকানো হয়েছে – (a) 11°, (b) 13°, (c) 32°, (d) 35° ।

(ii) ভারতের পূর্ব উপকূলের সমভূমি হল – 

(a) স্বাভাবিক সমভূমি, (b) উন্নত সমভূমি, (c) অবনত সমভূমি, (d) যৌগিক সমভূমি।

(iii) সিকিমের দি চু ও লি চু নদীর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গে যে নামে পরিচিতি তা হল –

(a) তিস্তা, (b) তোর্সা, (c) জলঢাকা, (d) রায়ডাক ।

(iv) তৎকালীন বিহারের মানভূম জেলা পশ্চিমবঙ্গে পুরুলিয়া রূপে অন্তর্ভুক্ত হয় –

(a) 1950 খ্রি, (b) 1954 খ্রি, (c) 1956 খ্রি, (d) 1978 খ্রি।

(v) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের 3000-4000 মিটারে জন্মানো উদ্ভিদ হল – 

(a) সরলবর্গীয়, (b) আল্পীয়, (c) মিশ্র, (d) চিরহরিৎ।

(i) একটি ক্ষয়জাত পর্বতের উদহারণ হল – - (a) আরাবল্লি পর্বত, (b) হিমালয়, (c) রকি পর্বত, (d) আন্দিজ পর্বত।

(ii) এলুভিয়াল স্তর বলা হয় – (a) A স্তরকে, (b) B স্তরকে, (c) C স্তরকে, (d) R স্তরকে।

(iii) জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা হয় – (a) 2012 সালে, (b) 2013 সালে, (c) 2014 সালে, (d) 2015 সালে।

(iv) দার্জিলিং, নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত – (a) ফালুট শৃঙ্গ, (b) কাঞ্চনজঙ্ঘা, (c) সান্দাকফু, (d) সিল।

(v) উত্তরবঙ্গের প্রধান নদী হল – (a) মহানন্দা, (b) তিস্তা, (c) দামোদর, (d) অজয় ।


2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দশটি

(i) পৃথিবীর বৃহত্তম পলিগঠিত সমভূমি কোনটি ?

(iii) আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিতক্ষয়ের সম্মিলিত রূপকে কী বলে?

(iv) গিরিজনি আলোড়নের ফলে কী প্রকার ভূমিরূপ সৃষ্টি হয় ?

(v) পাতসঞ্চালনের প্রধান কারণ কী?

(vi) চুনাপাথরের উপরের লালরঙের আস্তরণকে কী বলে?

(vii) প্রেসিডেন্সি বিভাগের দুটি জেলার নাম লেখো।

(viii) কোন্ কোন্ নদীর মিলিত রূপ রূপনারায়ণ ?

(lix) পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকার?

(x) পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

(xi) পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত শতাংশ ?

(iv) মৌসুমি অক্ষ বা Monsoon Trough কী ?

(v) ছিটমহল কাকে বলে? অথবা, ক্রেটন কী ?

(iii) ভারতের হিমালয় পর্বত কোন্ গিরিক্রমের অন্তর্গত ?


3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো তিনটি)

(i) পাদদেশীয় সমভূমি কাকে বলে ?

(ii) স্থানীয় সময় কাকে বলে ?

(iii) অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কী?

(iv) স্তূপ পর্বত কাকে বলে ?

(v) কার্বনেশন বা অঙ্গারযোজন কাকে বলে?

(vi) প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাগুলি কী কী ?

(ii) কালবৈশাখী কী? 

(ii)বরেন্দ্রভূমি কাকে বলে?

(i) মহীখাত কাকে বলে?

(i) খোয়াই কাকে বলে ?

(i) উপদ্বীপ কাকে বলে ?

(ii) কুটিরশিল্প কাকে বলে ?

(iii) খরা কাকে বলে ?

(iv) সুনামি কী?

(v) গ্রিনহাউস কী?

(ii) তাল কী ?

(iii) ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।


4. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো : (যে-কোনো তিনটি)

(i) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো।

(ii) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

(i) পৃথিবীর সকল শিল্ডই মালভূমি কিন্তু সকল মালভূমি শিল্ড নয় কেন?

(i) পশ্চিমবঙ্গের অধিকাংশ উদ্ভিদ পর্ণমোচী কেন?

(ii) ভৌমজলের অতি ব্যবহারের প্রভাব লেখো। 

(i) ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার পার্থক্য লেখো।

(i) দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো।

(ii) প্রচলিত ও অপ্রচলিত শক্তির তিনটি পার্থক্য লেখো।

(v) পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? এই মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো ।


6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

(i) পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো।

(ii) ভারতে খনিজ তেলের আঞ্চলিক বণ্টন উল্লেখ করো।

(iii) পর্যটন কেন্দ্রের ভিত্তি উল্লেখ করে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলির নাম উল্লেখ করো।

(i) বিভিন্ন প্রকার মালভূমি সম্পর্কে লেখো । 

(i) উয়তার তারতম্যে সৃষ্ট বিভিন্ন যান্ত্রিক আবহবিকার সম্পর্কে লেখো।

(ii) পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও ৷


নবম শ্রেণী ভূগোল 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী  পরীক্ষার সাজেশন 2024 –Class 9 Geography second Summative  test Suggestion 2024 pdf নিচে দেওয়া হয়েছে।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  নবম শ্রেণি ভূগোল সাজেশন 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

File Format:- Pdf 

Quality:- High

File Location:- Google Drive

Download: click Here to Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url