নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 History second Summative test exam Suggestion 2024
নবম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সাজেশন 2024: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন। Class 9 History second Summative test exam suggestion|West Bengal Class 9th History second Unit Test Exam Suggestion 2024 , নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024, পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । Class nine History second Unit Test Exam Suggestion 2024। Class Nine History important Suggestion 2023 in History Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
নবম শ্রেণী ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 History second Summative test exam Suggestion 2024 - Class 9 History Unit 2 Test Exam Suggestion 2024
পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ইতিহাস সাজেশন 2024 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
Second Unit Test Exam Suggestion 2024
History (ইতিহাস)
Class 9 (নবম শ্রেণি)
(I) রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় - (a) বলশেভিক দল, (b) মেনশেভিক দল, (c) নাৎসি দল, (d) ইয়ং ইটালি দল।
(ii) সোভিয়েত পার্লামেন্টের নাম – (a) মজলিস, (b) ডুমা, (c) সেনেট, (d) ডায়েট।
(iii) কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন বসেছিল? –
(a) 1916 খ্রিস্টাব্দে, (b) 1919 খ্রিস্টাব্দে, (c) 1912 খ্রিস্টাব্দে, (d) 1925 খ্রিস্টাব্দে।
(iv) জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর মুখ্য অঙ্গ ছিল – (a) 3 টি, (b) 5 টি, (c) 4 টি, (d) ৪ টি।
(v) 'ন্যায্য অধিকার নীতি' অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়
(a) অর্লিয়েন্স রাজবংশ, (b) অরেঞ্জ রাজবংশ, (c) স্যাভয় রাজবংশ, (d) বুরবো রাজবংশ।
(vi) 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল (a) ফ্রান্সে, (b) ইংল্যান্ডে, (c) জাপানে, (d) জার্মানিতে।
(vi) ‘শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন –
(a) কার্লটন হেইজ, (b) ডেভিড টমসন, (c) অগাস্তে ব্ল্যাঙ্কি, (d) আর্নল্ড টয়েনি
(vi) শিল্পবিপ্লবের ফলে সমাজে যে দুটি শ্রেণির উদ্ভব হয় তা হল –
(a) কৃষক-ব্যবসায়ী, (b) জমিদার-শ্রমিক, (c) পুঁজিপতি-শ্রমজীবী, (d) শ্রমিক-ব্যবসায়ী।
(vii) সমাজতন্ত্রের বাইবেল বলা হয় –
(a) কমিউনিস্ট ম্যানিফেস্টোকে, (b) দাস ক্যাপিটালকে, (c) পভার্টি অফ ফিলোজফিকে, (d) ওয়েলথ অফ নেশনসকে।
(viii) চিনকে তরমুজ বলেছেন – (a) ভিনাক, (b) ব্যারাক্ল, (c) আলফ্রেড কোবান, (d) কার্ল মার্কস।
(ix) রাশিয়ায় জার বলা হয় – (a) রাজাকে, (b) রানিকে, (c) পুরোহিতকে, (d) প্রধান বিচারপতিকে।
(x) যে আন্দোলনকে রুশ নবজাগরণের 'শুকতারা' বলা হয় সেটি হল – (a) ডেমোক্রিস্ট, (b) বলশেভিক, (c) নিহিলিস্ট, (d) মেনশো
1. নিম্নলিখিত যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
(i) চার্লস ফ্যুরিয়ের কার মন্ত্রশিষ্য ছিলেন?
(ii) ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স' গ্রন্থটি কার লেখা ?
(iii) ইউরোপীয়রা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলত কোন্ মহাদেশকে?
(iv) কোন্ ফরাসি সম্রাট রেলপথ নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন ?
(v) ইংরেজ লেখক হোমার লি কোন্ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন?
(vi) ‘সশস্ত্র শান্তির যুগ' কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় ?
(vii) ‘কমিউনিস্ট ইস্তাহার' পুস্তিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(viii) ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কে?
(x) ‘কনসার্ট অফ ইউরোপ' গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
(xi) অষ্টাদশ লুই কার ভ্রাতা ছিলেন ?
(xii) ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয় ?
(iv) ‘মির’ কী?
(v) ত্রিশক্তি মৈত্রী কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয় ?
(vi) ‘ডি ডে’ বলতে কোন্ দিনটিকে বোঝায়?
(vii) জাতিসংঘের প্রথম অধিবেশন কোথায় বসে ?
(i) ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল?
(iv) ‘জোলভেরাইন' কী ?
(v) কে ‘বাষ্পচালিত রেল ইঞ্জিন' আবিষ্কার করেন?
(iii) ‘রক্ত ও লৌহ নীতি'র প্রবর্তক কে?
(vi) রুশ পার্লামেন্টের নাম কী ?
(i) কত খ্রিস্টাব্দে 'মেটারনিখের যুগ'-এর অবসান ঘটে?
(iii) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন ?
(iv) রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়েছিল?
(v) রক্ত ও লৌহ নীতি'র প্রবর্তক কে ছিলেন?
(vi) ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(vii) সেরাজেভো হত্যাকাণ্ড করে ঘটেছিল?
(viii) কোন দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা বলে?
(i) শত দিবসের রাজত্ব কী?
(iii) ক্রিমিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
(i) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন?
(ii) কার্বোনারি কী?
(iii) ‘শিল্পবিপ্লব’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
(iv) ত্রিশক্তি মৈত্রী কাদের নিয়ে গড়ে উঠেছিল?
(vi) টেলিগ্রাফ কবে আবিষ্কৃত হয়?
(vi) NEP কথার অর্থ কী?
(vii) ‘চোদ্দো দফা নীতি'-এর প্রবক্তা কে?
2. নিম্নলিখিত যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
(i) প্লোমবিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল?
(iii) কোন্ রাজতন্ত্রকে, কেন ‘বুর্জোয়া রাজতন্ত্র' বলা হয় ?
(iv) কত খ্রিস্টাব্দে, কে ‘ইয়ং ইটালি' নামে যুব সংগঠন তৈরি করেন ?
(iv) ‘জোলভেরাইন' কী?
(v) ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার দুটি কারণ লেখো।
(i) ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো ?
(ii) কাকে ‘নৈরাজ্যবাদের জনক' বলে এবং কেন?
(iii) হুভার মোরাটোরিয়াম' বলতে কী বোঝো ?
(v) অপারেশন বারবারোসা বলতে কী বোঝো?
(vi) লেন্ড লিজ আইন কী ?
(i) ‘মেটারনিখ ব্যবস্থা' কাকে বলে?
(ii) রাশিয়ায় কে, কবে ভূমিদাস প্রথার অবসান ঘটান ?
(v) কে, কবে “লিগ অফ নেশনস' প্রতিষ্ঠা করেছিলেন?
3. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
(ii) টীকা লেখো : ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত ।
(iv) ঘেটো কী? তার বর্ণনা দাও ৷
(ii) উড্রো উইলসন ও চোদ্দো দফা নীতির প্রেক্ষিত বর্ণনা করো।
(i) প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো ।
(i) ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী কী ছিল ? এই তিনটি নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো ।
(iii) শিল্পবিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো।
(i) ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
(ii) ইংল্যান্ডে শিল্পবিপ্লবের কারণগুলি লেখো।
(iii) রুশ বিপ্লবের অর্থনৈতিক পটভূমি আলোচনা করো।
নবম শ্রেণী ইতিহাস 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী পরীক্ষার সাজেশন 2024 –Class 9 History second Summative test Suggestion 2024 pdf নিচে দেওয়া হয়েছে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- নবম শ্রেণি ইতিহাস সাজেশন 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
File Format:- Pdf
Quality:- High
File Location:- Google Drive
Download: click Here to Download