নবম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Life Science second Summative test exam Suggestion 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান সাজেশন 2024: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন। Class 9 Life Science second Summative test exam suggestion|West Bengal Class 9th Life Science second Unit Test Exam Suggestion 2024 , নবম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024, পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

নবম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Life Science second Summনবম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Life Science second Summative test exam Suggestion 2024ative test exam Suggestion 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । Class nine Life Science second Unit Test Exam Suggestion 2024। Class Nine Life Science important Suggestion 2023 in Life Science Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Life Science second Summative test exam Suggestion 2024 - Class 9 Unit 2 Test Exam Suggestion 2024


WBBSE নবম শ্রেণি জীবন বিজ্ঞান সাজেশন 2024 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

Second Unit Test Exam Suggestion 2024

Life Science (জীবন বিজ্ঞান)

Class 9 (নবম শ্রেণি)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 -এর উৎস কী ? — 

(a) কার্বন ডাইঅক্সাইড, (b) গ্লুকোজ, (c) জল, (d) ইলেকট্রন।

(ii) গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন মোট ATP-এর পরিমাণ হল – 

(a) 30 অণু, (b) 6 অণু, (c) 8 অণু, (d) 2 অণু।

(iii) প্রোটিনকে পেপটোনে পরিণত করতে যে উৎসেচকের প্রয়োজন হয় তা হল –

(a) ট্রিপসিন, (b) পেপসিন, (c) মলটেজ, (d) ইরেপসিন ।

(iv) হিমোলিম্ফ-এর উপস্থিতি লক্ষ করা যায় –

(a) মানুষে, (b) আরশোলাতে, (c) পক্ষীতে, (d) টিকটিকিতে।

(v) ধুতুরা গাছের পাতায় যে উপক্ষার পাওয়া যায় তা হল –

(a) নিকোটিন, (b) রেসারপিন, (c) ডাটুরিন, (d) কুইনাইন।

(vi) ক্লোরোফিল অণুর বিজারণ ক্ষমতা আছে' – এই পর্যবেক্ষণটি কোন নিম্নলিখিত বিষয়ের অন্তর্ভুক্ত? –

(a) কেলভিন চক্র, (b) হিল বিক্রিয়া, (c) ফোটোলাইসিস, (d) ব্ল্যাকম্যান বিক্রিয়া।

(viii) প্যারাইটাল প্লুরা ও ভিসেরাল প্লুরা কোন্ দেহ-অঙ্গের বাইরের ও ভিতরের স্তর? —

(a) যকৃৎ, (b) বৃক্ক, (c) ফুসফুস, (d) হৃৎপিণ্ড।

(ix) প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে। প্যাপাইন-এর উৎস –

(a) আফিম, (b) তামাক, (c) পেঁপে, (d) চা।

(x) সূর্যালোকের উপস্থিতিতে জলের অণুর বিশ্লেষণকে বলে -

(a) হাইড্রোলাইসিস, (b) ফোটোলাইসিস, (c) গ্লাইকোলাইসিস, (d) ইলেকট্রোলাইসিস।

(xi)পত্ররঞ্জে রক্ষীকোশের রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে -

(a) Fe, (b) B, (c) K, (d) Mg I

(xii) কোন্ কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে? – (a) ফ্লোয়েম, (b) ভাজক কলা, (c) সমস্ত উদ্ভিদ কলা, (d) জাইলেম।

(xiii) গ্লাইকোলাইসিসে ATP ব্যায়িত হয় – (a) এক অণু, (b) দুই অণু, (c) চার অণু, (d) আট অণু ।

(v) কোটি প্রোটিওলাইটিক উৎসেচক নয়? – (a) পেপসিন, (b) ট্রিপসিন, (c) টায়ালিন, (d) ইরেপসিন।


2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :

(i) সালোকসংশ্লেষ করতে পারে না যেসব গাছ, তারা কী খায় ?

(ii) গ্লুকোজ অণু জীবকোশে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় কোন্ পদ্ধতিতে?

(iii) রক্তে স্নেহপদার্থ না থাকলে ভিটামিনের কাজে কী সমস্যা হত ?

(iv) যকৃৎ থেকে ক্ষরিত পাচক রসের নাম কী ?

(v) মানুষের হৃৎপিণ্ডে দ্বিপত্রক কপাটিকার অবস্থান লেখো।

(vi) প্রতি ঘন মিলিমিটার রক্তে এই রক্তকণিকা স্বাভাবিক অবস্থায় 50 লক্ষ থাকে। – কোন্ রক্তকণিকা ?

(vii) পালিশ করতে বা রঙের কাজে রজন লাগে। কোথা থেকে পাওয়া যায় এই রজন ?

(viii) শ্বাসমূল কোন্ উদ্ভিদের শ্বাসঅঙ্গ? (এককথায় উত্তর দাও)

(ix) বাষ্পমোচন প্রতিরোধকারী একটি উপাদান হল ____________

(x) ব্যাপন একটি সক্রিয় পরিবহণ পদ্ধতি। (সত্য অথবা মিথ্যা নির্বাচন করে সঠিক উত্তরটি লেখো)।

(xi) ভার্মিফর্ম অ্যাপেনডিক্স বৃহদন্ত্রের কোন্ অংশে যুক্ত থাকে? 

(xii) যকৃতের কুফার কোশের কাজ লেখো।

(xiii) CSF-এর পুরো কথাটি লেখো।

(xiv) RUBISCO-এর পুরো কথাটি কী? 

(xv) Z-প্রকল্প বলতে কী বোঝো ?

(xvi) অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরএকটির নাম লেখো।

(xvii) দ্বিবীজপত্রী পাতার কোন্ তলে পত্ররন্ধ্র বেশি থাকে?

(xviii) PGAId-এর পুরো নাম লেখো।

(xix) উদ্ভিদের পুষ্টিতে একটি অতিমাত্রিক উপাদানের নাম লেখো।

(xx) ক্লোরোফিল সংশ্লেষের জন্য কোন্ অপরিহার্য মৌলিক উপাদান প্রয়োজন?

(xxi) BMR এর পুরো নাম লেখো।

(xxii) স্বাভাবিক পেসমেকারের নাম কী?

(xxiii)মানব হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে?

(xxiv) রিজার্ভ পেসমেকার কাকে বলে ?

(xxv) পাকস্থলীতে অবস্থিত একটি শর্করাভঙ্গক উৎসেচকের নাম লেখো।

(xxvi) একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখো।


3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো পাঁচটি)

(ii) সালোকসংশ্লেষ আর অঙ্গার আত্তীকরণ কি এক? ব্যাখ্যা করো।

(ii) বাওম্যানস ক্যাপসুল কী?

(iii) শিরা ও ধমনির প্রধান পার্থক্য কী?

(iv) শ্বাসরঞ্জক কী? উদাহরণ দাও।

(v) রসের উৎস্রোত কাকে বলে ?

(vi) ভিলাই কী? এর কাজ কী ?

(vii)শ্বসনকে অপচিতি বিপাক বলে। কেন


3. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখো :

(i) উপচিতি ও অপচিতি বিপাকের দুটি পার্থক্য লেখো। উদাহরণ দাও ।

(i9i) রেখাচিত্রের মাধ্যমে কোশীয় শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। এই প্রক্রিয়াটিকে EMP পথ কেন বলা হয় ? 4+1

(iii) সবাত ও অবাত শ্বসনের পার্থক্য লেখো। শ্বসনের তিনটি গুরুত্বপূর্ণ তাৎপর্য লেখো।

(iv) মানব নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (a) হেনলির লুপ, (b) দূরবর্তী সংবর্ত নালিকা, (c), গ্লোমেরুলাস, (d) বাওম্যানস ক্যাপসুল ।

(v) সালোকসংশ্লেষের সংজ্ঞা লেখো । আলোক রাসায়নিক দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

(vii) সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য লেখো। পেশির ক্লান্তি কী?

(vii) মানব হূৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও এবং তীর চিহ্নের মাধ্যমে রক্তসংবহনের পথ দেখাও – (a) ত্রিপত্র কপাটিকা, (b) মহাধমনি, (c) নিম্ন মহাশিরা, (d) বাম নিলয়।


নবম শ্রেণী জীবন বিজ্ঞান 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী  পরীক্ষার সাজেশন 2024 –Class 9 Life Science second Summative  test Suggestion 2024 pdf নিচে দেওয়া হয়েছে।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  নবম শ্রেণি জীবন বিজ্ঞান সাজেশন 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

File Format:- Pdf 

Quality:- High

File Location:- Google Drive

Download: click Here to Download

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url