নবম শ্রেণি ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Physical science second Summative test exam Suggestion 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান সাজেশন 2024: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন। Class 9 Physical science second Summative test exam suggestion|West Bengal Class 9th Physical science second Unit Test Exam Suggestion 2024 , নবম শ্রেণির ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024, পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভৌত বিজ্ঞান পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

নবম শ্রেণি ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Physical science second Summative test exam Suggestion 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । Class nine Physical science second Unit Test Exam Suggestion 2024। Class Nine Physical science important Suggestion 2023 in Physical science Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


নবম শ্রেণী ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2024 | Class 9 Physical science second Summative test exam Suggestion 2024 - Class 9 Unit 2 Test Exam Suggestion 2024


পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2024 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

Second Unit Test Exam Suggestion 2024

Physical science (ভৌত বিজ্ঞান)

Class 9 (নবম শ্রেণি)

সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) এক ব্যক্তি নততল বরাবর বাক্স হাতে উপরে উঠছে। এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য -

(a) ধনাত্মক, (b) শূন্য, (c) ঋণাত্মক, (d) কোনোটিই নয়।

((ii) যে টুথপেস্টগুলি সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি – (a) আম্লিক, (b) ক্ষারীয়, (c) প্রশম, (d) উভধর্মী ।

(iii) দ্রাব্যতার সংজ্ঞায় কোটির পরিমাণ নির্দিষ্ট? - (a) দ্রবণ, (b) দ্রাব, (c) দ্রাবক, (d) কোনোটিই নয়।

(iv)) ফিলটার পেপার ভেদ করতে পারে না –

(a) প্রকৃত দ্রবণের দ্রাব কণা, (b) কোলয়েড দ্রবণের দ্রাব কণা, (c) প্রলম্বনের দ্রাব কণা, (d) কোনোটিই নয় (v) অ্যাভোগাড্রো সংখ্যার একক হল - (a) মোল, (b) প্রতি মোল, (c) ডবসন, (d) একক নেই।

(vi) স্প্রিং-এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত হল – (a) [MLT-2], (b) [MT-2], (c) [ML-1T-2], (d) [MT-3]।

(vii) একটি সরু সূচ জলের ওপর ভাসে যে ঘটনার জন্য তা হল –

(viii) আদর্শ প্রবাহীর যে ধর্ম থাকে না, তা হল – (a) প্লবতা, (b) সান্দ্রতা, (c) চাপ, (d) আয়তন ।

(ii) 11 g CO2-এর আয়তন STP-তে হবে – (a) 22.4 L, (b) 11.2 I, (c) 44.8 L, (d) 5.6 LI

(ii) স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত – (a) [MLT-2], (b) [ML-1T-2], (c) [ML2T-2], (d) [ML-2T-2]।

1x8=8

(iv) তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস – (a) বস্তুর ওজনের সমান, (b) অপসারিত তরলের ওজন

অপেক্ষা কম, (c) অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি, (d) অপসারিত তরলের ওজনের সমান।

(v) গ্রিন ভিট্রিয়লের সংকেত হল – (a) CuSO4.5H2O, (b) FeSO4.7H2O, (c) ZnSO4.7H2O, (d) C6H12O6 1

vii) তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের প্রশমনক্ষণ নির্ণয়ের জন্য যে নির্দেশকটি ব্যবহার করা হয়, সেটি হল –

(a) মিথাইল অরেঞ্জ, (b) ফেনলপথ্যালিন, (c) যে-কোনো নির্দেশক, (d) কোনো উপযুক্ত নির্দেশক নেই।

(vii) অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে জলের মধ্যস্থ যে আয়ন দূরীভূত করা যায়, তা হল

(a) অধাতব আয়ন, (b) ধাতব আয়ন, (c) অধাতব এবং ধাতব উভয়প্রকার আয়ন, (d) ফ্লুওরাইড আয়ন ৷

ikamity কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে – (a) 10%, (b) 21%, (c) 5%, (d) 20% ।

(ii) জলে সাবান দিলে জলের (a) পৃষ্ঠটান বাড়ে, (b) পৃষ্ঠটান কমে, (c) পৃষ্ঠটান একই থাকে, (d) ঘনত্ব বাড়ে।


2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(i) 36 g জলে মোট পরমাণুর সংখ্যা কত?

(ii) বার্নৌলির নীতিটি লেখো।

(iii) পীড়ন কাকে বলে ?

(iv) প্রান্তীয় বেগ কাকে বলে ?

(v) সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর কত ?

(i) নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট-এর সংকেত লেখো।

\(vii) SI-তে ক্ষমতার অভিকর্ষীয় এককের নাম লেখো ।

(i) 170 g অ্যামোনিয়াতে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো।

(ii) আর্কিমিডিসের নীতিটি লেখো। অশান্ত প্রবাহ কাকে বলে ?

((ii) সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা দাও।

(iv) অ্যাসিড কাকে বলে? নির্দেশক কাকে বলে ?

(i) অভিকর্ষীয় স্থিতিশক্তির মাত্রীয় সংকেত লেখো ।

(iii) দাঁতের এনামেলের উপাদান কী?

(iii) একটি ক্ষারকীয় লবণের উদাহরণ দাও ।

একটি গ্যাসের নাম লেখো যার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান একই ।

(vii) চাপের মাত্রীয় সংকেত কী ?

(iv) দুটি অনার্দ্র কেলাসের উদাহরণ দাও।


4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো পাঁচটি)

(i) অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? STP-তে 66 g CO2-এর আয়তন নির্ণয় করো।

(ii) ব্যারোমিটারে পারদস্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে কী বুঝবে ?

(iii) চাঁদে সাইফন কাজ করে কি? যুক্তিসহ বুঝিয়ে দাও ৷

(iv) STP-তে 2.24 L CO2-এর ভর কত ?

(vi) 1 টি PO আয়নের চার্জ কত?

(vii) উন্নতা বৃদ্ধিতে দ্রাব্যতা (a) কমে (b) বাড়ে এমন দুটি পদার্থের নাম লেখো।

(iii) গাঢ় H2SO4-কে ‘oil of vitriol’ বলা হয় কেন ?

(i) প্রবাহীর চাপ ও প্রবাহীর ঘাত বলতে কী বোঝায় ?

(ii) আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো ।

(v) রবার এবং ইস্পাতের মধ্যে কোটি বেশি স্থিতিস্থাপক এবং কেন ?

(vi) শক্তির নিত্যতা সূত্রটি

(ix) কঠিন এরোসল ও তরল এরোসল বলতে কী বোঝো? উদাহরণ দাও ।

(x) দুটি করে উদাহরণ দাও : (a) অ্যাসিড লবণ, (b) ক্ষারীয় লবণ, (c) কেলাসজল যুক্ত লবণ ।


3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

(i) একটি পাম্পের ক্ষমতা 1.5 kW বলতে কী বোঝায়? 1 অশ্বক্ষমতা কাকে বলে ?

(v) সান্দ্রবল ও ঘর্ষণ বলের মধ্যে দুটি পার্থক্য লেখো।

অথবা, জলের ফোঁটা সর্বদা গোলাকার হয় কেন?

অথবা, জিংক অক্সাইড কী জাতীয় অক্সাইড এবং কেন ?

(iv) কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও ।

(v) অশ্বক্ষমতা কাকে বলে? 1 কিলোওয়াট = কত অশ্বক্ষমতা ?

(vi) সাইফন কী? বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া ঘটে না কেন?

অথবা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? 1 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ = কত পাস্কাল ?

(v) একটি ধাতব ও একটি অধাতব অক্সাইডের উদাহরণ দাও।

অথবা, বার্নোলির নীতিটি বিবৃত করো ।

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী  পরীক্ষার সাজেশন 2024 –Class 9 Physical science second Summative  test Suggestion 2024 pdf নিচে দেওয়া হয়েছে।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  নবম শ্রেণি ভৌত বিজ্ঞান সাজেশন 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

File Format:- Pdf 

Quality:- High

File Location:- Google Drive

Download: click Here to Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url