GDS Form fill up Date 2024 : কোন লিখিত পরীক্ষা ছাড়াই নিজের এলাকার পোস্ট অফিসে GDS পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now
India Post GDS Recruitment Form Fill up 2024: সবার জন্য একটি নতুন সুখবর ।নিজ নিজ জেলার ভারতীয় পোস্ট অফিসে এবার কোনোরকম পরীক্ষা ছাড়াই গ্রামীণ ডাক সেবক পদে চাকরি। ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে সম্প্রতি গ্রামীণ ডাক সেবক / GDS পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

চলুন তবে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে,, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি তথ্য সম্পর্কে বিস্তারিত।
GDS Form fill up Date 2024 : কোন লিখিত পরীক্ষা ছাড়াই নিজের এলাকার পোস্ট অফিসে GDS পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

India Post GDS Recruitment Form Fill Up Date 2024 : ভারতীয় পোস্ট অফিসে GDS পদে নিয়োগের তারিখ 2024


পদের নাম – GDS  অর্থাৎ গ্রামীন ডাক সেবক।  

  • পোস্টমাস্টার
  • পিওন 
  • রানার


মোট শূন্যপদ –  নির্দিষ্ট কত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি।  কমবেশি ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে গ্রামীন ডাক সেবক নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই।


জিডিএস পদে নিয়োগ প্রক্রিয়া পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোনোরকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হয়। সেইমত gds পদে নিয়োগ করা হয়।

জিডিএস পদে আবেদন করার তারিখ: 

যে সকল প্রার্থীরা GDS পদে আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ১৫ই জুলাই থেকে আবেদন জানাতে পারবে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ই আগস্ট, ২০২৪ পর্যন্ত।


Registration and Submission of Online Application: 

১৫ই জুলাই, ২০২৪ থেকে ৫ই, আগস্ট ২০২৪ পর্যন্ত।


Edit/Correction Window

৬ই আগস্ট ২০২৪ থেকে ৮ই আগস্ট ২০২৪ পর্যন্ত।


জিডিএস পদে আবেদন প্রক্রিয়া: 

ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন জানাতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইট (indiapostgdsonline.gov.in)থেকে আবেদন জানাতে হবে।

মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকতে হবে?

মাধ্যমিকের নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং নিয়োগ করা হবে। যার যতো বেশি তার তাড়াতাড়ি নিয়োগ হবে।


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন: Download Notification

অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url