GDS Online Apply process 2024 : গ্রামীণ ডাক সেবক পদে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে , দেখে নিন অনলাইন আবেদন পদ্ধতি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

India Post GDS Recruitment Online Apply 2024:  একটি নতুন সুখবর । নিজ নিজ জেলার ভারতীয় পোস্ট অফিসে এবার  কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে| । ভারতীয় পোস্ট বিভাগের তরফ থেকে সম্প্রতি গ্রামীণ ডাক সেবক / GDS পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |

গ্রামীণ ডাক সেবক পদে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে , দেখে নিন অনলাইন আবেদন পদ্ধতি

চলুন তবে জেনে নেওয়া যাক গ্রামীণ ডাক সেবক বা GDS  সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কবে থেকে আবেদন শুরু হবে? গ্রামীণ ডাক সেবক পদে কিভাবে আবেদন করতে হবে?, গ্রামীণ ডাক সেবক পদে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন?, গ্রামীণ ডাক সেবক পদে মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি তথ্য সম্পর্কে বিস্তারিত।

India Post GDS Recruitment Online apply 2024 : গ্রামীণ ডাক সেবক পদে অনলাইনে আবেদন পদ্ধতি

পদের নাম – GDS  অর্থাৎ গ্রামীন ডাক সেবক।  


গ্রামীণ ডাক সেবক মোট শূন্যপদ –  নির্দিষ্ট কত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি।


গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার তারিখ: 

যে সকল প্রার্থীরা GDS পদে আবেদন করতে ইচ্ছুক তারা আজ থেকেই অনলাইনের মাধ্যমে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন জানাতে পারবে


গ্রামীণ ডাক সেবক পদে অনলাইন আবেদন প্রক্রিয়া: 

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করতে হবে।


গ্রামীণ ডাকছে আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট (indiapostgdsonline.gov.in) ভিজিট করতে হবে।


Stage 1.Registration :  অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করার পর সাইডে নিম্নলিখিত অপশন গুলি দেখা যাবে। সবথেকে প্রথমে স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন করে নিতে হবে|

Click Here To Registration 

Stage 2.Apply Online :  প্রথমে স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন করে নেওয়ার পর স্টেজ টু এপ্লাই অনলাইন এ ক্লিক করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

Click Here To Apply  

Stage 3. Fee Payment: আবেদন পত্রটি সাবমিট করার পর নির্ধারিত অ্যাপ্লিকেশন ফি বা আবেদনমূল্য জমা করতে হবে তাহলে ফর্ম ফিলাপ সম্পূর্ণ হবে|

Know Your Application Status 

গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ প্রক্রিয়া – পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোনোরকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হয়। সেইমত gds পদে নিয়োগ করা হয়।


গ্রামীণ ডাক সেবক পদে রেজিস্ট্রেশন ও আবেদন করার তারিখ : 

তারিখ : 15.07.2024 থেকে 5.08.2024 পর্যন্ত।


গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার পর কারেকশন করা বা এডিট করার তারিখ: 

তারিখ : 06.08.2024 থেকে 08.08.2024 পর্যন্ত।


গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকতে হবে?

মাধ্যমিকের নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং নিয়োগ করা হবে। যার যতো বেশি তার তাড়াতাড়ি নিয়োগ হবে।


অফিসিয়াল বিজ্ঞপ্তি : Download Notification

অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url