IOCL Recruitment 2024 : মাধ্যমিক পাশে ইন্ডিয়ান ওয়েলে নন-এক্সিকিউটিভ পদে নিয়োগ , জেনে নিন কিভাবে আবেদন করতে হবে
ইন্ডিয়ান ওয়েলে নন এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ - IOCL Job Recruitment 2024: ইন্ডিয়ান ওয়েলের তরফ থেকে প্রচুর শূন্য পদে বিভিন্ন পদে নিয়োগের জন্যনতুন একটি প্রকাশিত করেছে বা জারি করেছে। ইন্ডিয়ান ওয়েলে নির্দিষ্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে ? , বয়স সীমা কত? কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আজকে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
মাধ্যমিক পাশে ইন্ডিয়ান ওয়েলে নন-এক্সিকিউটিভ পদে নিয়োগ |
IOCL Non Executive Recruitment 2024 - ইন্ডিয়ান ওয়েল নন এক্সিকিউটিভ কর্মী নিয়োগ
- নিয়োগ সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
- নিয়োগের ধরন: স্থায়ী নিয়োগ
- মোট পোস্ট: 467
- যোগ্যতা: 10 তম, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক
- অ্যাপ্লিকেশন মোড: অনলাইন
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
শোধনাগার বিভাগ: পদের নাম ও শূন্যপদ
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহকারী-IV (উৎপাদন) (198)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U) (33)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহকারী-IV (P&U-O&M) (22)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (বৈদ্যুতিক) (25)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল) (50)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইনস্ট্রুমেন্টেশন)(25)
- জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV (21)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার অ্যান্ড সেফটি) (27)
পাইপলাইন বিভাগ : পদের নাম ও শূন্যপদ
- প্রকৌশল সহকারী (বৈদ্যুতিক) (15)
- প্রকৌশল সহকারী (যান্ত্রিক) (08)
- প্রকৌশল সহকারী (T&I) (15)
- টেকনিক্যাল অ্যাটেনডেন্ট- I (29
IOCL নিয়োগের বয়সসীমা 2024
- সর্বনিম্ন বয়স 18 বছর
- সর্বোচ্চ বয়স 26 বছর
IOCL নন-এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024 আবেদন ফি
- শ্রেণী ফি
- সাধারণ, EWS, OBC (NCL) বিভাগ 300/-
- SC, ST, PWD, ESM বিভাগ অব্যাহতি দেওয়া হয়েছে
পোস্টের নাম ও শিক্ষাগত যোগ্যতা: IOCL রিক্রুটমেন্ট যোগ্যতা 2024
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহকারী-IV ডিপ্লোমা ইন কেমিক্যাল/রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি। (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন/শিল্প রসায়ন)
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U) ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহকারী-IV (P&U-O&M) ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (বৈদ্যুতিক) ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল) ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইনস্ট্রুমেন্টেশন) ইন্সট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা
- জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV B.Sc. পদার্থবিদ্যা, রসায়ন/শিল্প রসায়ন এবং গণিত সহ
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার অ্যান্ড সেফটি) এনএফএসসি-নাগপুর থেকে ম্যাট্রিক প্লাস সাব-অফিসার কোর্স বা সমমানের (নিয়মিত কোর্স)
- প্রকৌশল সহকারী (ইলেকট্রিক্যাল) গ্রেড-IV একটি সরকার থেকে প্রকৌশলের নিম্নলিখিত যেকোন শাখায় তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা। স্বীকৃত প্রতিষ্ঠান:
- 1. বৈদ্যুতিক প্রকৌশল
- 2. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারি
- প্রকৌশল সহকারী (যান্ত্রিক) গ্রেড-IV একটি সরকার থেকে প্রকৌশলের নিম্নলিখিত যেকোন শাখায় তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা। স্বীকৃত প্রতিষ্ঠান:
- 1. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- 2. অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
- প্রকৌশল সহকারী (T&I) গ্রেড-IV একটি সরকার থেকে প্রকৌশলের নিম্নলিখিত যেকোন শাখায় তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা। স্বীকৃত প্রতিষ্ঠান:
- 1. ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- 2. ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- 3. ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- 4. ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং
- 5। ইন্সট্রুমেন্টেশন এবং প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং
- 6. ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- টেকনিক্যাল অ্যাটেনডেন্ট-১ গ্রেড-এল একটি সরকার থেকে ম্যাট্রিক / 10 তম পাস এবং আইটিআই পাস। একটি সরকার থেকে নীচে উল্লিখিত নির্দিষ্ট আইটিআই ট্রেড এবং সময়কালের স্বীকৃত প্রতিষ্ঠান। সমস্ত সেমিস্টার/বছরের মার্কস এবং ট্রেড সার্টিফিকেট/ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নির্দেশিত মার্কশিট সহ স্বীকৃত ইনস্টিটিউট/বোর্ড
IOCL টেকনিক্যাল অ্যাটেনডেন্ট 1 নিয়োগ :
- ইলেকট্রিশিয়ান- টার্নার
- ইলেকট্রনিক মেকানিক- ওয়্যারম্যান
- ফিটার- ড্রাফটসম্যান (যান্ত্রিক)
- ইন্সট্রুমেন্ট মেকানিক মেকানিক ইন্ডাস্ট্রিয়াল -ইলেকট্রনিক্স
- ইন্সট্রুমেন্ট মেকানিক (রাসায়নিক প্ল্যান্ট)- তথ্য প্রযুক্তি এবং ESM
- যন্ত্রবিদ/ যন্ত্রবিদ (গ্রাইন্ডার)- মেকানিক (রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার)
- মেকানিক-কাম- অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম -মেকানিক (ডিজেল)
নির্বাচন প্রক্রিয়া: IOCL নন-এক্সিকিউটিভ নিয়োগ :
IOCL নন-এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়ায় দুটি প্রধান পর্যায় রয়েছে: একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) এবং একটি দক্ষতা দক্ষতা/শারীরিক পরীক্ষা (SPPT)।
আবেদন পদ্ধতি: IOCL নন-এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024:
আগ্রহী প্রার্থীরা 21 আগস্ট 2024 এর আগে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন।
আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দেবেন এক্ষেত্রে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন শুরুর তারিখ: 22.07.2024 থেকে আবেদন করা যাবে
- আবেদন করার শেষ তারিখ: 21/08/2024 তারিখ।
- অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ: 10.09.2024
- অনলাইন পরীক্ষার তারিখ CBT : সেপ্টেম্বর ২০২৪
- পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ,2024
গুরুত্বপূর্ণ লিংক :
Official Notification : Download
Official Website : visit now
Apply Link : Apply Now (22.07.2024) এ দেওয়া হবে।