মাধ্যমিক পাশে লিখিত পরীক্ষা ছাড়াই জল টাঙ্কিতে কর্মী নিয়োগ চলছে! দেখুন কিভাবে আবেদন করতে হবে @ejalshakti.gov.in
মাধ্যমিক পাশে জল টাঙ্কিতে কর্মী নিয়োগ 2024 : সকল চাকরী প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ। জল জীবন দপ্তরের পক্ষ থেকে নিজের স্থানীয় এলাকার জলের টাঙ্কিতে নতুন করে কর্মী নিয়োগ চলছে। তাই এই সুযোগকে হাতছাড়া না করে জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কি করে আবেদন করবেন ? আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন? বয়স সীমা কি? বেতন সীমা? যাবতীয় গুরুপ্তপূর্ণ বিষয়। (Jal Jeevan Mission Recruitment 2024)
মাধ্যমিক পাশে জল টাঙ্কিতে কর্মী নিয়োগ 2024 - Jal Jeevan Mission Recruitment 2024
পদ: জল জীবন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জলের টাঙ্কিতে দেখাশোনা করা ক্ষেত্রে কর্মী নিয়োগ চলছে। (Jal Jeevan Mission Recruitment 2024)
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহ প্রার্থীদের জল জীবন দপ্তরের আবেদন করতে যে কোনো একটি প্রতিষ্ঠিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। তাহলেই সে আবেদন করার যৌগ্য
প্রতিমাসে বেতন : জল জীবন দপ্তরের প্রার্থীরা চাকরী পেলে প্রতিমাসে ৯,০০০/- টাকা করে পাবেন।
বয়স সীমা: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন ? ( Jal Jeevan Mission Recruitment Online Apply )
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করুন।
- সর্বপ্রথম আপনাকে জল জীবন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- কিংবা এই পোষ্টের নিচে দেওয়া apply লিংকে ক্লিক করতে হবে।
- লিংকে ক্লিক করার পর আপনার সামনে আবেদন ফরম ওপেন হবে।
- নিজের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- আবেদন ফর্মটি সাবমিট করুন এবং আরো প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট বের করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের বাছাই করন এর জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক :
আবেদন লিংক : Apply now