PNB New Job news 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২৭০০ শূন্যপদে নতুন নিয়োগ করা হচ্ছে, প্রতি মাসে বেতন ১৫,০০০ টাকা। এক্ষুনি আবেদন করুন।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

চাকরি প্রার্থীদের জন্য আবারো একটি সুখবর এসেছে। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে। ভারতবর্ষের বিশেষ কিছু রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে| পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাও বা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। কিন্তু তাদের নিম্নলিখিত (পশ্চিমবঙ্গ )রাজ্যে গিয়ে কাজ করতে হবে নিচে সম্পূর্ণ তথ্য দেওয়া হলো অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে পদের নাম কোন কোন রাজ্যে নিয়োগ করা হবে কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পন্ন তথ্য অবশ্যই আজকে প্রতিবেদন কে প্রথম থেকে শেষ পর্যন্ত। 


PNB Bank New Job Recruitment news 2024- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ  ২০২৪

PNB Bank New Job Recruitment news 2024- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ  ২০২৪


পদের নাম– পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষানবিশ পদে নিয়োগ।


শূন্যপদের সংখ্যা– শূন্যপদ রয়েছে মোট ২৭০০টি। 


ভারতের প্রতিটি স্থানের শূন্য পদ হলো-

পশ্চিমবঙ্গ-২৩৬,

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-২,

অন্ধ্র প্রদেশে -২৭,

অরুণাচল প্রদেশ-৪,

আসাম-২৭,

বিহার-৭৯, চণ্ডীগড়-১৯, ছত্তিশগড়-৫১,

দাদরা ও নগর হাভেলি-২, দমন ও দিউ-৪,

দিল্লী-১৭৮, গোয়া-৪, গুজরাট -১১৭,

হরিয়ানা-২২৬, হিমাচল প্রদেশ- ৮৩,

জম্মু ও কাশ্মীর- ২৬, ঝাড়খণ্ড-১৯,

কর্ণাটক-৩২, কেরালা-২২, লাদাখ-২,

মধ্য প্রদেশ-১৩৩, মহারাষ্ট্র ১৪৫,মণিপুর-৬,

মেঘালয়-২,মিজোরাম-২, নাগাল্যান্ড-২,

ওড়িশা-৭১,পন্ডিচেরি-২, পাঞ্জাব-২৫১, রাজস্থান-২০৬,সিকিম-৬, তামিলনাড়ু-৬০, তেলেঙ্গানা-৩৪, ত্রিপুরা-১৩, উত্তর প্রদেশ-৫৬১, উত্তরাখণ্ড-৪৮,



শিক্ষাগত যোগ্যতা: এই পদের আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রী পাস হতে হবে। 


বয়স: এক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।


বেতন: প্রতি মাসে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা বেতন পাবেন।


আবেদন পদ্ধতি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন জানাতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার পর প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। PNB Bank Job Recruitment 2024


আবেদন ফি: সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৪৭২ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৭০৮ টাকা আবেদনের ফি জমা দিতে হবে।


নিয়োগ পদ্ধতি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিক্ষানবিশ পদের প্রার্থী নির্বাচন করা হবে যোগ্যতা যাচাই, লিখিত পরীক্ষার পারফরম্যান্স, ভাষার দক্ষতা এবং মেডিকেল ফিটনেসের উপর ভিত্তি করে।


আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে– 

১) আধার কার্ড, ২) বৈধ ইমেল আইডি, ৩) মোবাইল নম্বর, ৪)পাসপোর্ট আকারের ফটো ৫) যোগ্যতা ডিগ্রির রেজাল্ট ও সার্টিফিকেট।



গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে রেজিস্ট্রেশন - ৩০.০৬.২০২৪. থেকে ১৪.০৭.২০২৪ পর্যন্ত

অনলাইন পরীক্ষা -২৮.০৭ ২০২৪।

CLICK HERE APPLY NOW


Official Notification Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url