SSC MTS Exam Form fill up 2024: মাধ্যমিক পাশে 8326 শূন্যপদে MTS ও হাবিলদার পদে ফরম ফিলাপ শুরু হয়েছে, এক্ষুনি আবেদন করুন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

SSC MTS Form fill up 2024:  দারুণ খুশির খবর! কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায়  বিপুল শূন্যপদে MTS ও হাবিলদার পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এসএসসি এমটিএস পরীক্ষা সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম মোট শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা নিয়োগ পদ্ধতি ও কিভাবে আবেদন করতে হবে?

SSC MTS Exam Form fill up 2024: মাধ্যমিক পাশে 8326 শূন্যপদে MTS ও হাবিলদার পদে ফরম ফিলাপ শুরু হয়েছে, এক্ষুনি আবেদন করুন

SSC MTS Exam Form fill up 2024: SSC MTS ও হাবিলদার পদে ফরম ফিলাপ 2024

পদের নাম:

MTS ই পদে যোগদান করা কর্মীরা মূলত বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিযুক্ত হয়ে থাকেন। MTS এর অন্তর্গত বিভিন্ন পদ গুলি হল :

  • পিওন
  • দপ্তরি
  • চৌকিদার
  • সাফাই কর্মী
  • জমাদার
  • মালি ইত্যাদি।

মোট শূন্যপদ: ৮,৩২৬ টি


মাসিক বেতনঃ  MTS পদের মাসিক ১৯,০০০/- টাকা থেকে শুরু করে ২২,০০০/- টাকা পর্যন্ত পাবেন এই পদের কর্মচারীরা।


প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দশম শ্রেণী পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।


প্রার্থীর বয়স সীমা: ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে ২৭ বছর পর্যন্ত বয়সে চাকরিপ্রার্থীরা হাবিলদার পদে আবেদনের জন্য উপযুক্ত নির্ধারিত হবেন। 

অপরদিকে ১৮ বছর থেকে শুরু করে ২৪ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন MTS পদের জন্য।


SSC MTS আবেদন পদ্ধতি: 

ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন করে নিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। 

প্রথমে ওয়েবসাইটে আপলোড করা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে APPLY অপশনে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে। 

এবং সবশেষে আবেদনমূল্য জমা করে ফর্মটি সাবমিট করে দিতে হবে।


SSC MTS নিয়োগ পদ্ধতি: 

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে চলতি বছরের অক্টোবর মাসে এই পদে কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। 


SSC MTS পরীক্ষার সিলেবাস: 

অংক, রিজনিং, ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস এই চারটি বিষয়ে এর ওপর Written Computer Based Test দিতে হবে। হাবিলদার পদে আবেদনের জন্য কম্পিউটার বেসড পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও দিতে হবে।


আবেদন মূল্য : 

সাধারণ চাকরি প্রার্থীদের ১০০ টাকা করে আবেদনমূল্য জমা করতে হবে। তবে দেশের মহিলা এবং সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন মূল্যে ১০০% ছাড় রয়েছে।


গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু : 27/06/2024

আবেদন শেষ : 31/07/2024 পর্যন্ত


প্রয়োজনীয় লিঙ্ক :

অফিসিয়াল নোটিশ Download PDF

অনলাইনে আবেদন: Apply Now



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url