গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করতে বাকি থাকলে করে নিন রেজিস্ট্রেশন, WB Gram Panchayat Form Fill up 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Form Fill up registration 2024 : রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিপুল নিয়োগের কথা ঘোষণা করেছিলেন নবান্ন। 6652 ভ্যাকেন্সিতে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কর্মী নিয়োগ করতে চলেছে। বেশ কয়েক মাস ধরেই চলেছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করতে বাকি থাকলে করে নিন রেজিস্ট্রেশন, WB Gram Panchayat Form Fill up 2024
গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ রেজিস্ট্রেশন  


গত কয়েকমাস ধরেই শোনা গিয়েছিল জুন থেকে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে। ভোটের নির্বাচনের ফল ঘোষণার পরপরই আবেদন গ্রহণ করা শুরু করবে রাজ্য সরকার এমনই খবর সামনে আসছিল তবে সরকারিভাবে এই নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি।


পদে :

  • নির্মাণ সহায়ক,
  • গ্রাম পঞ্চায়েত কর্মী
  • Assistant Cashier Accounts,
  • Clerk, Exicutive Assistant,
  • Secretary ,
  • Stenographer, Clerk  Typist,
  • Data entry Operator,
  • Group D peon,
  • Lower Division Assistant,

কীভাবে আবেদন জানাবেন প্রার্থীরা?

১) ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। ‌


২) যদি আপনি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে তাদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


৩) এরপর, আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অ্যাকাডেমিক তথ্য এবং ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করার পর,


৪) প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সবশেষে, সাবমিট করে দিতে হবে।



প্রয়োজনীয় ডকুমেন্ট :

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড।
  • বার্থ সার্টিফিকেট /মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট।



রেজিস্ট্রেশন ভুল হলে কি করব?

রেজিস্ট্রেশন এখনো না করা হয়ে থাকলে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন কারণ পরে কারেকশন করার সুযোগ পাওয়া যাবে না।


ফরম ফিলাপ বা রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

Apply Now : Registration Now



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url