জীববৈচিত্র্য | জীববৈচিত্র্যের সংজ্ঞা, জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ | Biodiversity
কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রজাতি সদস্যদের মধ্যে বিভিন্নতা, একত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্নতা, এমনকি বাস্তুতন্ত্রগত বিভিন্নতাও জীববৈচিত্র্যে অঙ্গীভূত হয়। কোনো বাসস্থলে জীববৈচিত্র্যের পরিধি জীবের অন্তর্নিহিত আণবিক মাত্রা থেকে শুরু করে একক জীব, এমনকি পপুলেশন, কমিউনিটি, বাস্তুতন্ত্র, স্থান বা জীবমণ্ডল পর্যন্তও বিস্তৃতি লাভ করতে পারে।
জীববৈচিত্র্য | জীববৈচিত্র্যের সংজ্ঞা, জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ | Biodiversity
জীববৈচিত্র্য | জীববৈচিত্র্যের সংজ্ঞা, জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ | |
জীববৈচিত্র্যের সংজ্ঞা (Definition of Biodiversity) :
বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এককথায় জীববৈচিত্র্য বলে।
বিজ্ঞানী W. G. Rosen 1985 খ্রিস্টাব্দে প্রথম 'Biodiversity' শব্দটি প্রবর্তন করেন।
রিও-ডি-জেনেরিও-তে ‘Biological Diversity' নামক সমাবেশে জীববৈচিত্র্যের একটি সার্বিক সংজ্ঞা উপস্থাপিত হয়। এই সংজ্ঞা অনুসারে, যে-কোনো জলভূমি কিংবা স্থলভূমির বাস্তুতন্ত্রে বা সবরকমের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত দিকে, আন্তঃপ্রজাতিগত দিকে বা বাস্তুতন্ত্রগত দিকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ (Classification of Biodiversity) :
জীববৈচিত্র্যের সংজ্ঞা থেকে এর যেরুপ ব্যাপক বিস্তৃতি লক্ষ করা যায় তাতে জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক। জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে জীববৈচিত্র্যকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়,
যেমন—
1. জিনগত বৈচিত্র্য (Genetic diversity)
2. প্রজাতিগত বৈচিত্র্য (Species diversity)
3. বাস্তুতান্ত্ৰিক বৈচিত্র্য (Ecosystem diversity)
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিন প্রকারের হয়—
(i) আলফা বৈচিত্র্য (Alpha Diversity) ঃ একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে।
(ii) বিটা বৈচিত্র্য (Beta Diversity) ঃ একটি ভৌগোলিক অঞ্চলের
অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে।
(iii) গামা বৈচিত্র্য (Gamma Diversity) ঃ একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে।