সংশ্লেষ বা সংযুক্তি,রূপান্তরভবন বা ট্রান্সফরমেশন,ট্রান্সডাকশন
(a) সংশ্লেষ বা সংযুক্তি (Conjugation) :
সংজ্ঞা (Definition) : যে পদ্ধতিতে বিপরীত যৌনতাসম্পন্ন দুটি ব্যাকটেরিয়া পরস্পরের সংস্পর্শে আসার পর দাতা কোশের DNA বা জিনোমের একটি অংশ গ্রহীতা কোশে স্থানান্তরিত হওয়ার ফলে নতুন প্রজননিক প্রকরণযুক্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় তাকে সংশ্লেষ বা সংযুক্তি (Conjugation) বলে ।
(b) রূপান্তরভবন (Transformation) :
সংজ্ঞা (Definition) : যে প্রক্রিয়ায় দাতা কোশ থেকে নির্গত দ্বিতন্ত্রী DNA অণুর একটি অংশ বহিঃকোশীয় মাধ্যমের সাহায্যে গ্রহীতা কোশে প্রবেশ করে গ্রহীতা কোশের DNA অণুর সঙ্গে পুনঃসংযোজন করে নতুন বৈশিষ্ট্যের সূচনা করে তাকে রূপান্তরভবন বা ট্রান্সফরমেশন (transformation) বলে।
(c) ট্রান্সডাকশন (Transduction):
সংজ্ঞা (Definition) : ব্যাকটেরিয়ার যে পুনঃসংযোজন প্রক্রিয়ায় দাতা কোশের DNA অণুর একটি অংশ ব্যাকটেরিওফাজের মাধ্যমে গ্রহীতা কোশে স্থানান্তরিত হয়ে প্রজননক প্রকরণযুক্ত অপত্য কোশের (recombinant cell) সৃষ্টি করে তাকে ট্রান্সডাকশন বলে।