ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ | ভারতের স্মৃতি সৌধ
ভারতের বিখ্যাত স্মৃতি সৌধ
প্রশ্ন: বিবিকা -মাকবারা নির্মাণ করেছেন
Ans: ঔরঙ্গজেব স্থান- ওরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রশ্ন: ভারতের প্রবেশদ্বার নির্মাণ করেছেন
Ans: ব্রিটিশ স্থান- মুম্বাই (মহারাষ্ট্র)
প্রশ্ন: কানানির দুর্গ নির্মাণ করেছেন
Ans: বৌদ্ধরা স্থান- মুম্বাই (মহারাষ্ট্র)
প্রশ্ন: আরামবাগ নির্মাণ করেছেন
Ans: বাবর স্থান- আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: আগ্রা ফোর্ট নির্মাণ করেছেন
Ans: আকবর স্থান- আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: আনন্দ ভবন নির্মাণ করেছেন
Ans: মতিলাল নেহেরু স্থান- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: বড়ো ইমামবাড়া নির্মাণ করেছেন
Ans: আসফ উদ-দৌলা স্থান- লখনৌ
প্রশ্ন: ছোটো ইমামবাড়া নির্মাণ করেছেন
Ans: মহম্মদ আলী শাহ স্থান- লখনৌ -
প্রশ্ন: দেওয়ান-ই-খাস নির্মাণ করেছেন
Ans: শাজাহান স্থান- আগ্রা ফোর্ট (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: ফতেপুর সিক্রি
নির্মাণ করেছেন --- আকবর স্থান- আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: অজন্তা ইলোরা গুহা
নির্মাণ করেছেন --গুপ্ত সম্রাট স্থান- ওরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রশ্ন: জামা মসজিদ নির্মাণ
করেছেন --- শাজাহান স্থান-আগ্রা
(উত্তরপ্রদেশ)
প্রশ্ন: জামা মসজিদ নির্মাণ
করেছেন --- শাজাহান স্থান- দিল্লী
প্রশ্ন: হুমায়ূনের সমাধি
নির্মাণ করেছেন ---শাজাহান স্থান- দিল্লী
প্রশ্ন: লক্ষ্মীনারায়ণ
মন্দির নির্মাণ করেছেন ---বিড়লা পরিবার স্থান- দিল্লী
প্রশ্ন: প্রেসিডেন্ট হাউস
নির্মাণ করেছেন ---ব্রিটিশ স্থান- দিল্লী
প্রশ্ন: কুতুবমিনার নির্মাণ
করেছেন----কুতুবুদ্দিন আইবেক স্থান- দিল্লী
প্রশ্ন: লালকেল্লা নির্মাণ
করেছেন --- শাজাহান স্থান- দিল্লী
প্রশ্ন: আড়াই-দিনকা-ঝোপড়া
নির্মাণ করেছেন --- কুতুবুদ্দিন আইবক স্থান- আজমীর (রাজ্যস্থান)
প্রশ্ন: দিলওয়ারা জৈন মন্দির নির্মাণ করেছেন --- সিন্ধরাজ স্থান- মাউন্ট আবু (রাজ্যস্থান)
প্রশ্ন: তাজমহল নির্মাণ
করেছেন --- শাজাহান স্থান- আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রশ্ন: হাওয়া মহল নির্মাণ
করেছেন ---মহারাজা প্রতাপ সিংহ স্থান- জয়পুর
প্রশ্ন: খিড়কি মসজিদ
নির্মাণ করেছেন --- গিয়াসুদ্দিন তুঘলক স্থান- দিল্লী
প্রশ্ন: চারমিনার নির্মাণ
করেছেন --- কুলি কুতুব শাহ স্থান- হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)
প্রশ্ন: শালিমার গার্ডেন
নির্মাণ করেছেন ---জাহাঙ্গীর স্থান- শ্রীনগর (জম্মু ও কাশ্মীর)
প্রশ্ন: শেরশাহের সমাধি
নির্মাণ করেছেন ---শেরশাহের পুত্র স্থান- সাসারাম (বিহার)
প্রশ্ন: শান্তিনিকেতন
নির্মাণ করেছেন ---রবীন্দ্রনাথ ঠাকুর স্থান- পশ্চিমবঙ্গ
প্রশ্ন: বেলুড়মঠ নির্মাণ
করেছেন --- স্বামী বিবেকানন্দ স্থান- কোলকাতা (পশ্চিমবঙ্গ)
প্রশ্ন: ভিক্টরিয়া
মেমোরিয়াল নির্মাণ করেছেন ---ব্রিটিশ সরকার স্থান- কোলকাতা
প্রশ্ন: স্বর্ণ মন্দির
নির্মাণ করেছেন ---গুরু রামদাস স্থান-অমৃতসর (পাঞ্জাব)
প্রশ্ন: জগন্নাথ মন্দির
নির্মাণ করেছেন -- অনন্ত বর্মন গঙ্গ স্থান- পুরি (উড়িষ্যা)
প্রশ্ন: সূর্য মন্দির
নির্মাণ করেছেন ---প্রথম নরসিংহ দেব স্থান- কোনারক (উড়িষ্যা)
প্রশ্ন: সবরমতি আশ্রম
নির্মাণ করেছেন ---মহাত্মা গান্ধী স্থান- আমেদাবাদ (গুজরাট)
প্রশ্ন: সেন্ট জর্জ ফোর্ট
নির্মাণ করেছেন --- ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থান- চেন্নাই
প্রশ্ন: চারার -ই -শরীফ
নির্মাণ করেছেন ---জয়নাল আবেদীন স্থান- জম্মু ও কাশ্মীর