পরিবেশের জন্য ভাবনা | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান | পরিবেশের জন্য ভাবনা
দশম শ্রেণি ভৌত বিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা
A. অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ
1.ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
Ans: মেরু অঞ্চলের বরফ গলনের হার বৃদ্ধি পাবে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী এলাকাগুলি ডুবে যাবে।
2. UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?
Ans: ক্লোরিন (Cl)।
3. বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
Ans: গৃহস্থালীর রান্নার কাজে জ্বালানিরূপে বায়োগ্যাস ব্যবহার করা হয়।
4. ওজোনস্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী?
Ans :) অতি দ্রুতগামী বিমান বা সুপারসনিক জেট প্লেনগুলি থেকে নির্গত NO ওজোনস্তরের ওজোন অণুকে বিয়োজিত করে O2-অণু উৎপন্ন করে।
5. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোটি জীবাশ্ম জ্বালানি ?
Ans: পেট্রোল।
6. জ্বালানির তাপনমূল্যের SI একক কী ?
Ans: kJ. kg 1 অথবা J. kg
7. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উদ্ভূতা বাড়ে না কমে?
Ans:বাড়ে।
৪. বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড় ও বৃষ্টি হয় ?
Ans: ট্রপোস্ফিয়ার।
9. বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত তাদেরকে কী বলা হয় ?
Ans: অ্যানেরোবিক ব্যাকটেরিয়া।
10. ট্রপোস্ফিয়ারের প্রতি 1 Km. উচ্চতার সঙ্গে তাপমাত্রার কী পরিবর্তন হয়?
Ans : 6.5°C হ্রাস পায়।
11. ট্রপোপজ কী?
Ans : ট্রপোস্ফিয়ারের ওপরের সীমান্ত অঞ্চল।
12. বায়ুর অনুভূমিক প্রবাহ এবং বায়ুর পরিচলন স্রোত দেখা যায় কোন্ অঞ্চলে ?
Ans : : ট্রপোস্ফিয়ার।
13. ওজোনস্ফিয়ার কী ?
Ans: ভূ-পৃষ্ঠের সাপেক্ষে প্রায় 15 থেকে 35 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ যে স্তর থাকে, তাকেই ওজোনস্ফিয়ার বলে।
14. ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপের কী পরিবর্তন হয় ?
Ans: 8.5 cm Hg. হারে কমতে থাকে।
15. মেরু জ্যোতি দেখা যায় কোন্ স্তরে?
Ans: আয়োনোস্ফিয়ারে।
16. H2, He আয়নিত অবস্থায় থাকে কোন্ স্তরে ?
Ans: আয়োনোস্ফিয়ারে।
17. কৃত্রিম উপগ্রহ, Space Station অবস্থিত কোন্ স্তরে?
Ans: এক্সোস্ফিয়ারে।
18. ওজোনস্তরের ঘনত্ব পরিমাপের একক কী ?
Ans :, DU (Dobson Unit).
19. সৌর ও মহাজাগতিক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে কোন্ স্ফিয়ার ?
Ans: ম্যাগনেটোস্ফিয়ার।
20. সৌর ঝড় থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে কোন্ স্তর ?
Ans: ম্যাগনেটোস্ফিয়ার।
21. ম্যাগনেটোস্ফিয়ারের প্রধান উপাদান কী ?
Ans : , প্রোটন, ইলেকট্রনের মতো আহিত কণা ।
22. প্রাকৃতিক সৌরপর্দা রূপে কাজ করে কোন্ অঞ্চল ?
Ans: ওজোনোস্ফিয়ার।
23. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতার কী পরিবর্তন হয় ?
Ans: 0.05°C করে বৃদ্ধি পায়।
24. Rock Oil বা Mineral Oil কী ?
Ans: পেট্রোলিয়াম ।
25. তাপনমূল্যের ক্রমানুসারে বিভিন্ন প্রকার কয়লার নাম লেখো।
Ans: অ্যানথ্রাসাইট > বিটুমিনাস > লিগনাইট > পিট।
26. একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।
Ans :, মিথেন [CH J
27. বায়োগ্যাস উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ?
Ans: মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
28. একটি বায়োফুয়েলের নাম লেখো।
Ans: বায়োডিজেল।
29. মিথেন হাইড্রেটের সংকেত লেখো।
Ans : 4CH4, 23H2O.
30. কোন্ জ্বালানির তাপনমূল্য সর্বাধিক?
Ans: হাইড্রোজেন [150 kJ.g']
31. CFC এবং NO বাদে এমন একটি পদার্থের নাম লেখো যা ওজোনস্তরের ক্ষয়সাধন করে ?
Ans : হ্যালোন।
32. ভূ-তাপশক্তির উৎস কী ?
Ans: আগ্নেয়গিরি, উয় প্রস্রবণ।
33. সৌরকোশে শক্তির কীরূপ রূপান্তর ঘটে?
Ans: সৌরশক্তি থেকে তড়িৎশক্তি।
34. সৌরকোশের ব্যবহার লেখো।
Ans: ক্যালকুলেটর, খেলনা, ট্রাফিক সিগন্যাল, বৈদ্যুতিক আলো জ্বালাতে এবং কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত হয়।
35. তাপনমূল্যের মাত্ৰা কী ?
Ans: › [L2T-2]
36. জ্বালানি ব্যতীত LPG র একটি ব্যবহার লেখো।
Ans: হিমায়ক রূপে।
37. কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?
Ans :, মিথেন (CH4) |
38. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উন্নায়ন ঘটে।
Ans : , CO2, CH4, CFC অথবা যেকোনো গ্রিন হাউস গ্যাস।
39. জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উদাহরণ দাও ?
Ans: যেকোনো অচিরাচরিত শক্তি।
পরিবেশের জন্য ভাবনা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
SA [সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন |
1. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? এবং কেন ?
Ans: বায়ুর পরিচলন স্রোত, অনুভূমিক বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়বৃষ্টি, বজ্রবিদ্যুৎ—এই সবই ট্রপোস্ফিয়ারেই সংঘটিত হয়। উক্ত কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে।
2. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন ?
Ans :) বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে জলীয় বাষ্পের অনুপস্থিতির কারণে মেঘ, ঝড়-বৃষ্টি হয় না, বজ্রবিদ্যুৎও সৃষ্টি হয় না, উক্ত কারণে এই স্তরকে শান্তমণ্ডল বলে।
3. ওজোনস্তর সৃষ্টি হয় কীভাবে?
Ans: প্রথম ধাপ : বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে দ্বিপরমাণুক অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটোন কণার দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়।
5.ওজোনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।
Ans: ওজোনস্তর প্রধানত UV-রশ্মি শোষণ করে, কিন্তু এর ঘনত্ব কমতে থাকায় UV-রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে –
(i) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
(ii) স্কিন ক্যানসার, সান বার্ন, চোখের ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে।
(iii) সালোকসংশ্লেষ ব্যবহৃত হওয়ায় উদ্ভিদের ক্ষতি হচ্ছে।
(iv) সামুদ্রিক অণুজীবের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক প্রাণীর খাদ্যের অভাব পড়ছে, ফলত এদের বিনাশ ঘটছে।
(v) কিছু প্রাণীর প্রজনন হ্রাস পাচ্ছে।
6.গ্রিন হাউস এফেক্ট কী ?
Ans :, ভূপৃষ্ঠ ঘিরে CO2, মিথেন, CFC, O3, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোটো তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। বিকিরিত রশ্মির কিছুটা নিজেরা শোষণ করে। বাকি অংশ ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে।
7. গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উন্নায়ন কমানোর উপায়গুলি লেখো।
Ans :)
(i) জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে।
(ii) প্রচুর বৃক্ষরোপণ এবং বনসৃজন করতে হবে।
(iii) অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
(iv) গ্রিন হাউস গ্যাসগুলির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
(v) জনসংখ্যা কমাতে হবে।
8.জীবাশ্ম জ্বালানি কী ? উদাহরণ দাও ।
Ans: বহু বছর ধরে মাটির নীচে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষের রাসায়নিক পরিবর্তন ঘটে যে জ্বালানি উৎপন্ন হয়, তাকেই জীবাশ্ম জ্বালানি বলে।
উদাহরণ : কয়লা, পেট্রোলিয়াম, CNG ইত্যাদি।
9.জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?
Ans: (i) জীবাশ্ম জ্বালানির মজুত সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়।
(ii) ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুত রাখা উচিত, যার মাধ্যমে নবীকরণযোগ্য শক্তির সন্ধান করা যায়।
(iii) ভবিষ্যতের শক্তি সংকট-এর হাত থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানির সীমিত ব্যবহার হওয়া উচিত।
(iv) সর্বোপরি গ্রিন হাউস গ্যাসের অধিকতর উৎপাদন কমানোর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ প্রয়োজন।
10. উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি লেখো।
Ans :) (i) তাপন মূল্য বেশি হতে হবে।
(ii) পরিবেশ বান্ধব হতে হবে।
(iii) জলনাঙ্ক কম হতে হবে।
(iv) সস্তা ও সুলভ হতে হবে।
11. বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার-এর সুবিধা ও অসুবিধা লেখো।
Ans: সুবিধা :
(i) পুনঃনবীকরণযোগ্য।
(ii) সার রূপে ব্যবহারযোগ্য।
(iii) পরিবেশবান্ধব।
অসুবিধা : (i) দুর্গন্ধযুক্ত।
(ii) চাহিদা অনুযায়ী জোগান কম ।
12. বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো।
Ans :) (i) জ্বালানি হিসাবে।
(ii) বিদ্যুৎ উৎপাদনে।
13. কয়লাখনির মিথেন গ্যাস [Coal Bed Methane বা CBM] কী ?
Ans: ভূ-গর্ভের কয়লা খনিতে সঞ্চিত কয়লার পাশাপাশি অধিঃশোষিত অবস্থায় পর্যাপ্ত পরিমাণে মিথেন গ্যাস মজুত থাকে। একেই CBM বলে।
এই CBM-কেই কয়লাখনি থেকে প্রাপ্ত এক বিশেষ প্রকার প্রাকৃতিক গ্যাস রূপে আখ্যায়িত করা হয়, যা শক্তির বিকল্প উৎস রূপে ব্যবহৃত হয়।
14. মিথেন হাইট্রেট কী ?
Ans :) (i) মিথেন হাইট্রেট হল 4CH, 23H2O সংকেতবিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ ।
(ii) এর মধ্যে 13.4% মিথেন থাকে।
(iii) মিথেন হাইট্রেটকেই আগুনে বরফ বা Fire Ice বলা হয়।
(iv) পৃথিবীর মেরু অঞ্চলে ও সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নীচে মিথেন হাইট্রেট পাওয়া যায়।
(v) CO2 ইনজেকশনের মাধ্যমে মিথেন হাইট্রেট থেকে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়।
(vi) STP-তে 1 লিটার কঠিন মিথেন হাইট্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়, যা ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে।
15. স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝ ?
Ans: , এই পৃথিবীতে শক্তিসম্পদ সীমিত। এই কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিসম্পদ গচ্ছিত রেখে বর্তমানে ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। এইভাবে শক্তিসম্পদ সীমিত হওয়া সত্ত্বেও বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের বীজ বপন করাই হল স্থিতিশীল উন্নয়ন।
16. স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী ?
Ans: (i) দূষণ কমানো।
(ii) জীবাশ্ম জ্বালানি তথা অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো।
(iii) নবীকরণযোগ্য এবং অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা।
(iv) বর্জ্য পদার্থের পুনঃব্যবহার করা।
(v) সর্বোপরি সকল যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা।
17. গ্যাসহোল কী ? এর ব্যবহার কী ?
Ans: পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে 10% ইথানল মিশিয়ে গ্যাসোহোল প্রস্তুত হয়।
• উন্নতমানের জ্বালানি হিসাবে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হয়।
20. অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি প্রয়োজন কেন?
Ans :) (i) প্রচলিত শক্তি তথা জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত এবং বর্তমান বিশ্বে এর যথেচ্ছ ব্যবহারের ফলে এর পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে।
(ii) নবীকরণযোগ্য শক্তি [যথা : সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। পরিবেশ দূষণ ঘটায় না, অর্থাৎ এই শক্তি সম্রাট পরিবেশবান্ধব।
21. জ্বালানি কী ? জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝ ?
Ans: জ্বালানি : যে সকল পদার্থের দহনের ফলে প্রচুর তাপশক্তির মুক্তি ঘটে, তাদের জ্বালানি বলে।
তাপনমূল্য ঃ কোনো জ্বালানির একক ভরের দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাকেই তাপনমূল্য বলে।
22. ওজোন গ্যাস তথা ওজোনস্তরের ধ্বংসে NO-র ভূমিকা লেখো।
Ans :, দ্রুতগামী বিমান, জেটপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের
বিভিন্ন অক্সাইডের মতো নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজোনস্তরের
ব্যাপক ক্ষতি করে। ওজোন অণু NO2-র সঙ্গে বিক্রিয়ায় O, অণুতে পরিণত হয় ।