ট্যাক্সোনমিক হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি | সাতটি ধাপ, বৈশিষ্ট্য | Taxonomic Hierarchy

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

হায়ারার্কি কথাটির অর্থ হল ''কতকগুলি নীচের স্তরের জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে ওপরের স্তরে অন্তর্ভুক্তি''।


ট্যাক্সোনমিক হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি | সাতটি ধাপ, বৈশিষ্ট্য

সংজ্ঞা (Definition) : বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে।

ট্যাক্সোনমিক হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি | সাতটি ধাপ, বৈশিষ্ট্য

হায়ারার্কিয়াল শ্রেণিবিন্যাস (Hierarchial Classification) : যে শ্রেণিবিন্যাসের কাঠামোতে নীচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারাকিয়াল শ্রেণিবিন্যাস বলে। বিজ্ঞানী লিনিয়াস প্রথম (1758) এই পদ্ধতির প্রবর্তন করেন বলে একে লিনিয়ান হায়ারার্কি (Linnaeun Hierarchy) বলে।

এই হায়ারার্কির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল -

(i) এতে সাতটি ধাপ ছিল।

(ii) এক একটি একককে ধাপ হিসেবে ব্যবহার করা হয়েছে।

(iii) রাজ্য সবার উপরে এবং প্রজাতি সবার নীচের ধাপে থাকে।

তাঁর প্রবর্তিত হায়ারার্কিতে মোট সাতটি ধাপ ছিল।

যথা — সাতটি ধাপের ব্যাখ্যা :

  1. রাজ্য (Kingdom)
  2. পর্ব (Phylum)
  3. শ্রেণি (Class)
  4. বর্গ (Order)
  5. গোত্র (Family)
  6. গণ (Genus)
  7. প্ৰজাতি (Species)


প্রজাতি: অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতাপ্রাপ্ত এবং জিনতত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতকগুলি জীবের সমাহারকে প্রজাতি বলে।

গণ: পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে গণ।

গোত্র: পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে গোত্র।

বৰ্গ: পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গোত্রকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে বর্গ।

শ্রেণি: পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে শ্রেণি।

পর্ব: পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণি নিয়ে গঠিত গোষ্ঠীকে পর্ব বলে।

রাজ্য: একাধিক বিভাগের সমন্বয়ে গঠিত হয় রাজ্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url