ট্যাক্সোনসি ও সিস্টেমেটিক্স | ট্যাক্সোনমির উপাদান, ট্যাক্সোনমির গুরুত্ব | Taxonomy and Systematics

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স : এই দুটি শব্দের অর্থ ও প্রয়োগ সম্পর্কে মতপার্থক্য আছে। ট্যাক্সোনমি প্রধানত জীবের শ্রেণিবিন্যাস প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তবে ল্যরেন্স-এর মতে (Lawrence, 1951) ট্যাক্সোনমি বিষয়টিতে জীবের শনাক্তকরণ, শ্রেণিবদ্ধকরণ ও নামকরণ তিনটি প্রক্রিয়াই জড়িত। শনাক্তকরণ ও নামকরণ ছাড়া শ্রেণিবদ্ধকরণ প্রক্রিয়াটি সম্ভব নয়। তাই এই সমস্ত পদ্ধতিগুলিই ট্যাক্সোনমি বিষয়টির অন্তর্ভুক্ত (Davis and Heywood, 1963)।

ট্যাক্সোনসি ও সিস্টেমেটিক্স | ট্যাক্সোনমির উপাদান, ট্যাক্সোনমির গুরুত্ব

অগাস্তিন পি. দ্য কানডোল (Augustin P. de Candole) সর্বপ্রথম ‘Taxonomy শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Taxis' ও 'Nomos' থেকে উদ্ভূত হয়েছে। Taxis শব্দের অর্থ ‘বিন্যাস' এবং 'Nomos´ শব্দের অর্থ হল “বিধি” বা নিয়ম। তাই Taxonomy শব্দের পুরো অর্থ হল বিন্যাসবিধি।


ট্যাক্সোনসি ও সিস্টেমেটিক্স | ট্যাক্সোনমির উপাদান, ট্যাক্সোনমির গুরুত্ব |


শ্রেণিবদ্ধকরণ ও নামকরণ

সিস্টেমেটিক্স (Systematics) তুলনামূলকভাবে একটি আধুনিক শব্দ। এই বিষয়টিতে শুধু শনাক্তকরণ, এই তিনটি পদ্ধতিই নয়, সমগ্র জীবজগতের বৈচিত্র্য, পারস্পরিক সম্পর্ক ও অভিব্যক্তি সম্পর্কেও ধারণা লাভ করা যায়। বিজ্ঞানী র‍্যাডফোর্ড-এর মতে (1986) সিস্টেমেটিক্স বিভিন্ন ট্যাক্সা (Taxa) বা জীবগোষ্ঠীর মধ্যে ফেনেটিক্স (Phenetics), জেনেটিক (genetic) ও জাতিজনিগত (phylogenetic) সম্পর্ক নির্ধারণ করে। ফেনেটিক্স কথাটির অর্থ হল গাণিতিক ট্যাক্সোনমি (Mathemati cal taxonomy) যেখানে কম্পিউটারের বাইনারি পদ্ধতিতে (binary system) বিভিন্ন ট্যাক্সনের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। Systematics শব্দটি গ্রিক শব্দ ‘Systema' = to put together অর্থাৎ, একত্রীকরণ থেকে উদ্ভূত।


ট্যাক্সোনমির সংজ্ঞা (Definition of Taxonomy) : জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে।


Simpson 1961, ট্যাক্সোনমির যে সংজ্ঞা দিয়েছেন তা হল—‘শ্রেণিবিন্যাসের নিয়ম, রীতিনীতি ও পদ্ধতিসহ তাত্ত্বিক জ্ঞানই হল ট্যাক্সোনমি।”

Mayr 1969, ট্যাক্সোনমির যে সংজ্ঞা দিয়েছেন তা হল—"শ্রেণিবিন্যাসের তত্ত্ব ও ব্যবহারকেই বলে ট্যাক্সোনমি।


ট্যাক্সোনমির উপাদান (Components of Taxonomy) : বিন্যাসবিধি তথা ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয়বস্তুগুলি হল—

1. শনাক্তকরণ, 2. নামকরণ, 3. শ্রেণিবিন্যাস ও 4. প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ।


1. শনাক্তকরণ (Identification) : পৃথিবীতে অগণিত জীবের বসবাস। বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়। বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা জীবদের পৃথক করার পদ্ধতিই হল শনাক্তকরণ। কোনো উদ্ভিদ বা প্রাণীর সঠিক বর্ণনা করা এবং বর্ণনার ভিত্তিতে জীবটিকে শনাক্ত করা ট্যাক্সোনমির প্রাথমিক কাজ।


সংজ্ঞা (Definition) : বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন।



নামকরণ (Nomenclature) : জীব চেনার পর অর্থাৎ শনাক্তকরণের পর তার নামকরণ করা হয়। উদ্ভিদ ও প্রাণীর সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম প্রচলিত আছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস (Carolus Linnaeus) 1753 খ্রিস্টাব্দে জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন। এরকম নাম গণ (genus) ও প্রজাতি (species) নামক দুটি পদ নিয়ে গঠিত।

যেমন—মটর গাছের দ্বিপদ নাম Pisum sativum (Pisum গণ, sativum প্রজাতি) বাঘের দ্বিপদ নাম Panthera tigris (Panthera গণ, tigris প্রজাতি)।


সংজ্ঞা (Definition) ঃ গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে।

শ্রেণিবিন্যাস (Classification) : ট্যাক্সোনমির একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হল উদ্ভিদ ও প্রাণীর শ্রেণিবিন্যাস। জীবের নামকরণ ও শনাক্তকরণের পর তাদের বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা হয়। জীবদের বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করার পদ্ধতিই হল শ্রেণিবিন্যাস ।


সংজ্ঞা (Definition) : জীবের আকৃতিগত ও প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যাবলির পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি গ্রুপ-এ স্থাপন করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।

সংক্ষেপে, সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্তকরণের পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।


4. প্রামাণ্য দলিল সংরক্ষণ (Documentation) : কোনো উদ্ভিদ বা প্রাণীর নমুনা সংগ্রহ করে সেটিকে নির্দিষ্ট শ্রেণিবিন্যাস করার পর ভবিষ্যতে বিজ্ঞানীদের শনাক্তকরণ, নামকরণ ও গবেষণার সুবিধার জন্য সংরক্ষণশালায় সংরক্ষিত করে রাখা প্রয়োজন ।


সংজ্ঞা (Definition): উদ্ভিদ বা প্রাণী সংগ্রহ করে সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতিকে প্রামাণ্য দলিল সংরক্ষণ বলে।


সিস্টেমেটিক্স (Systematics) : বিজ্ঞানী সিম্পসন (Simpson, 1961)-এর মতানুসারে, জীবের প্রকারভেদ ও বৈচিত্র্য এবং এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করার পদ্ধতিকে সিস্টেমেটিক্স বলে।


ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স-এর সম্পর্ক (Relation between Taxonomy and Systematics ) :

ট্যাক্সোনোমি’ ও ‘সিস্টেমেটিক্স'—এই শব্দ দুটির প্রয়োগ ও অর্থ সম্পর্কে মতপার্থক্য রয়েছে। বিজ্ঞানী ম্যাসন (Mason)-এর মতে এই শব্দ দুটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে ট্যাক্সোনমি অর্থাৎ, বিন্যাসবিধির সঙ্গে উদ্ভিদের ‘নামকরণ’, ‘শনাক্তকরণ’ যুক্ত, অপরদিকে ‘সিস্টেমেটিক্স’ কেবলমাত্র উদ্ভিদের শ্রেণিবিন্যাসের সঙ্গে জড়িত।

আবার বিজ্ঞানী ল্যাম ও টিউয়িল (Lam, 1959 and Tuwill, 1964)-এর মতে ‘ট্যাক্সোনমি' ও ‘সিস্টেমেটিক্স’শব্দ দুটি সমার্থক।


ট্যাক্সোনমির গুরুত্ব (Importance of Taxonomy) :

(i) বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।

(ii) অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়।

(iii) ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।

(iv) নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়।

(v) ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী ও অর্থকরী উদ্ভিদের রোগ ঘটায়। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতির শনাক্তকরণ; স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে ।

(vi) অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক্স ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে ভেষজবিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি বিশারদগণের (Taxonomists) কাজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

(vii) কোনো-কোনো উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিশেষ ধরনের মাটি ও পরিবেশ পছন্দ করে। কোনো অঞ্চলে বিশেষ গোষ্ঠীভুক্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির যে বসতি গড়ে ওঠে তা থেকে পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

(vii) সিস্টেমেটিক্স বাস্তব্যবিদ্যা, শারীরস্থান, ভ্রূণতত্ত্ববিদ্যা, জৈব-রসায়ন, বংশগতিবিদ্যা প্রভৃতি বিষয় অভিব্যক্তি বুঝতে সাহায্য করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url