ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 01 | WBPSC Clerkship Practice Set No 1| ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 01 | WBPSC Clerkship Practice Set No 1| ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 01 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -01 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


1.‘দি স্পিড পোষ্ট’ কার লেখা?

(a) শোভা সেন 

(b) শোভা চ্যাটার্জী 

(c) শোভা দে 

(d) শোভা রায়


Answer: শোভা দে 



2.‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' কত বছর বয়স পর্যন্ত বালক-বালিকাদের প্রদান করা হয়?

(a) 6-14 বছর

(b) 5-16 বছর

(c) 5-18 বছর

(d) 7-10 বছর


Answer: 5-18 বছর


3. নিম্নলিখিত কোন্ রোগটি ভাইরাসঘটিত নয়?

(a) জাপানি বি. এনসেফালাইটিস

(b) প্লেগ

(c) এইডস

(d) যক্ষ্মা

Answer:  যক্ষ্মা


4. নীচের কোন্‌টি ভারতের প্রধান রেশম উৎপাদনকারী রাজ্য?

(a) মহারাষ্ট্র 

(b) কর্ণাটক 

(c).তামিলনাড়ু 

(d) কেরালা

Answer: কর্ণাটক 


5. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি?

(a) গামা রশ্মি 

(b) আলফা রশ্মি 

(c) বিটা রশ্মি 

(d) এক্স রে

Answer: গামা রশ্মি 


6.‘তানসেন সম্মান’ কোন রাজ্যের সরকার কর্তৃক ভূষিত করাহয়েছে?

(a) উত্তরপ্রদেশ 

(b) মধ্যপ্রদেশ 

(c) রাজস্থান 

(d) ঝাড়খণ্ড

Answer: মধ্যপ্রদেশ

7. ‘মীরাট-উল-আকবর' পত্রিকার সম্পাদক কে?

(a) দাদাভাই নৌরজি

(c) বি. জি. তিলক

(b) রাজা রামমোহন রায়

(d) এম. কে. গান্ধী

Answer: রাজা রামমোহন রায়


8. অ্যানিলাইন কী হিসেবে ব্যবহৃত হয়?

(ia) শুকনো বরফ

(c) অগ্নি নির্বাপক

(b) বিস্ফোরক

(d) রঞ্জক

Answer: রঞ্জক


9. কোন্‌টি 'রৌপ্য বিপ্লব'-এর সাথে সম্পর্কিত?

(a) পাট

(c) ডিম

(b) ডাল

(d) চিংড়ি

Answer:  ডিম

10. আরবিআই দ্বারা নগদ সঞ্চয়ের অনুপাত কমিয়ে দেওয়া হলে ঋণ

তৈরিতে এর কীরকম প্রভাব পড়বে?

(a) এটি বৃদ্ধি হয়

(b) হ্রাস হয়

(c) কোনও প্রভাব পড়ে না

(d) উপরের কোনোটিই নয়

Answer: এটি বৃদ্ধি হয়


11. ভারতে বিখ্যাত ‘নৌরজ' নামক ফারসি উৎসব কে প্রবর্তন করেছিলেন?

(a) ইলতুৎমিস

(b) আকবর

(c) বলবন

(d) আলাউদ্দিন খিলজি

Answer: বলবন


12. ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা বছরের কোন্ দিনটিকে “জ্যাভলিন থ্রো দিবস” হিসাবে ঘোষণা করা হয়েছে?

(a) আগস্ট 07

(b) আগস্ট 06

(c) আগস্ট 05

(d) আগস্ট 09

Answer: আগস্ট 07


13. ‘চাইনাম্যান’ শব্দটি কোন্ খেলার সাথে যুক্ত?

(a) ব্যাডমিন্টন

(b) হকি

(c) বেসবল

(d) ক্রিকেট

Answer: ক্রিকেট


14.এদের মধ্যে স্থিতিস্থাপকতা কার সবচেয়ে বেশি?

(a) ইস্পাত

(c) কাঁচ

(b) রাবার

(d) রূপো

Answer:  ইস্পাত


15. জালালউদ্দীন মহম্মদ কী নামে পরিচিত?

(a) বাবর

(b) বাঘা যতীন

(c) মীজা মহম্মদ

(d) কোনোটিই নয়

Answer: কোনোটিই নয়


16.নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন্‌টি ভারতীয় সংবিধানের সপ্তম তফশিল কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত?

(a) কৃষিক্ষেত্র

(b) ওজন ও পরিমাপ

(c) জনস্বাস্থ্য

(d) কোনোটিই নয়

Answer: কোনোটিই নয়


17. মাজগাঁও ডক লিমিটেড কোথায় অবস্থিত?

(a) গোয়া

(b) কোচিন

(c) গুজরাট

(d) মুম্বাই

Answer:  মুম্বাই



18.সম্প্রতি GPT Chat-কে টেক্কা দিতে গুগল নিচের কোন্‌টি লঞ্চ করল?

(a) BARD

(b) BIRD

(c) Chat GTP

(d) কোনোটিই নয়

Answer: BARD


19. কোন্ রাজ্য সরকার রাজ্যজুড়ে “Swachhta Hi Seva” অভিযান  শুরু করেছে?

(a) ঝাড়খন্ড

(b) ওড়িষ্যা

(c) তেলেঙ্গানা

(d) ছত্তিসগড়

Answer: ছত্তিসগড়


20. কোন্ মৃত্তিকা তুলো চাষের জন্য সবচেয়ে উপযুক্ত?

(a) পলল

(b) হিউমাস 

(c) ল্যাটেরাইট 

(d) রেগুর

Answer: রেগুর


ভূগোল মকটেস্ট 👇👇👇

Start Now


ইতিহাস মকটেস্ট 👇👇  

Start Now


বিজ্ঞান মকটেস্ট 👇👇

Start Now


গনিত মকটেস্ট 👇👇

Start Now 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url