রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 02 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 2
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 02 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 02 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
A.রাজা রামমোহন রায়
B.গোপালকৃষ্ণ গোখলে
C.শ্যামজী কৃষ্ণবর্মা
D.স্বামী দয়ানন্দ স্বরস্বতী
উত্তর :- (A)
প্রশ্ন: তত্ত্ববোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1835
B.1840
C.1842
D.1839
উত্তর :- (D)
প্রশ্ন: প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A.কেশবচন্দ্র সেন
B.শিশির কুমার ঘোষ
C.আত্মারাম পাণ্ডুরঙ্গ
D.স্বামী বিবেকানন্দ
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?
A.প্রেমমন্দির
B.রামমন্দির
C.অক্ষরধাম মন্দির
D.শ্রীরঙ্গনাথ মন্দির
উত্তর - (D)
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?
A.থাইল্যান্ড
B.কম্বোডিয়া
C.নেপাল
D.ভারত
উত্তর - (B)
প্রশ্ন: আরাকু ভ্যালি কোথায় অবস্থিত ?
A. কেরালা
B. সিকিম
C. হিমাচলপ্রদেশ
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর :- D
প্রশ্ন: রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন ?
A. উপরাষ্ট্রপতি
B. রাষ্ট্রপতি
C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
D. প্রধানমন্ত্রী
উত্তর :- B
প্রশ্ন: পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?
A. বরোবুরের স্তুপ
B. আদিনা মসজিদ
C. যতীন্দ্রনাথ দাস
D. তাজমহল
উত্তর :- A
প্রশ্ন: বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. যতীন্দ্রনাথ দাস
B. বারীন ঘোষ
C. অরবিন্দ ঘোষ
D. রাসবিহারী বোস
উত্তর :- C
প্রশ্ন: নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
(A) FSH , LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
(B) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
(C) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(D) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
Ans: (B) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
প্রশ্ন: ন্যাস্টিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক
(A) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
(B) এতে উদ্ভিদ বা উদ্ভিদঅঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ।
(C) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন
(D) এটি ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায় ।
Ans: (C) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন
প্রশ্ন: মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো
(A) ১০ জোড়া
(B) ৩১ জোড়া
(C) ১২ জোড়া
(D) ২১ জোড়া
Ans: (C) ১২ জোড়া
প্রশ্ন: প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল
a. মিথেন
b. কার্বন ডাইঅক্সাইড
c. নাইট্রাস অক্সাইড
d. ক্লোরোফ্লুরো কার্বন
উত্তরঃ[b] কার্বন ডাইঅক্সাইড
প্রশ্ন: একটি অপ্রচলিত শক্তির উৎস হল
কেরোসিন
b. বায়োগ্যাস
c. ডিজেল
d. পেট্রোল
উত্তরঃ[b] বায়োগ্যাস
প্রশ্ন: কোনটি জীবাশ্ম জ্বালানি নয়
a. কয়লা
b. ডিজেল
c. সৌরশক্তি
d. পেট্রোল
উত্তরঃ[c] সৌরশক্তি