ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02 | WBPSC Clerkship Practice Set No 2| ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02 | WBPSC Clerkship Practice Set No 1| ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -02 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?

A.থাইল্যান্ড             

B.কম্বোডিয়া

C.নেপাল                 

D.ভারত 

উত্তর :- (B)

WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: কাক কোন দেশের জাতীয় পাখি ?

A.বাংলাদেশ           

B.ভুটান

C.শ্রীলঙ্কা  

D.জাপান 

উত্তর :- (B)

 

প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?

A.ডল হ্রদ               

B.উলার হ্রদ

C.লেকটাক হ্রদ        

D.চিলকা হ্রদ 

উত্তর :- (A)

 

প্রশ্ন: ভারতের বৃহত্তম গীর্জার নাম কি?

[A] মারিয়ানা গীর্জা  

[B] সেন্ট ক্যাথিড্রাল গীর্জা

[C] সেন্ট মার্টিন গীর্জা              

[D] পোপ সপ্তম পায়াসের গীর্জা

Ans-[B] সেন্ট ক্যাথিড্রাল গীর্জা

 

প্রশ্ন: কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?

A.এমিউ                  

B.কাঠঠোকরা

C.তারা পাখি            

D.প্লাটিপাস 

উত্তর :- (D)

 

প্রশ্ন: জিরো আওয়ারবলতে কোন সময়কে বোঝায় ?

A.12pm-1pm        

B.12am-1am

C.11am-12pm       

D.11pm-12am 

উত্তর :- (A)

 

প্রশ্ন: বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

A.ভাকরা নাঙ্গাল                      

B.কোয়েনা

C.সিদ্রাপং                               

D.পাঞ্চৎ 

উত্তর :- (B)

 

প্রশ্ন: কোন গভর্নর জেনারেলের সময় 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ হয় ?

A.লর্ড উইলিয়াম বেন্টিং           

B.লর্ড ওয়ারেন হোস্টিংস

C.লর্ড ক্যানিং           

D.লর্ড ডালহৌসি 

উত্তর :- (C)

 

প্রশ্ন: কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন ?

A.ইভান উইলিয়ামস  

B.চার্লস ব্যাবেজ

C.বিল গেটস       

D.ডগলাস এঙ্গেলবার্ট 

উত্তর :- (D)


প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম রেলস্টেশনের নাম কি?

[A] নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

[B] মস্কো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

[C] ইয়াকোহামা গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

[D] বেজিং গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

Ans- [A] নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মালভুমির নাম কি?

[A] পামির মালভূমি  

[B] ইউরোপিয়ান মালভূমি

[C] পাঙচু মালভূমি   

[D] রাশিয়ান মালভুমি

Ans-[A] পামির মালভূমি

 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?

[A] থর মরুভূমি       

[B] রিহ্যান্ড মরুভূমি

[C] সাহারা মরুভূমি  

[D] অ্যান্টার্কটিকা

Ans- [C] সাহারা মরুভূমি

 

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

[A] অজয় কুমার মুখার্জি           

[B] বিধান চন্দ্র রায়

[C] প্রফুল্ল চন্দ্র ঘোষ                

[D] জ্যোতি বসু

Ans: [C] প্রফুল্ল চন্দ্র ঘোষ

 

প্রশ্ন:.খড়গপুর IIT কত সালে স্থাপিত হয়?

[A] ১৯৫০ সালে      

[B] ১৯৪৯ সালে

[C] ১৯৫৩ সালে      

[D] ১৯৫১ সালে

Ans: [D] ১৯৫১ সালে

 

প্রশ্ন: পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?

A.সেতার               

B.তবলা

C.বাঁশি                    

D.সানাই 

উত্তর :- (A)

WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: 'থমাস কাপকোন খেলার সঙ্গে যুক্ত ?

A.টেবিল টেনিস                      

B.ব্যাডমিন্টন

C.ক্রিকেট                

D.বাস্কেটবল 

উত্তর :- (B)

 

প্রশ্ন: হোয়াইট কোল কাকে বলে ?

A. ন্যাচারাল গ্যাসকে 

B. পেট্রোলিয়াম কে

C. ইউরেনাস কে      

D. জলবিদ্যুৎ কে

উত্তর:- (D)

 

প্রশ্ন: কাকাসাহেব নামে পরিচিত কে ছিলেন ?

A. জি ভি যোশী       

B. এম জি রানাডে

C. পি এইচ দেশমুখ  

D. নৌরজি ফাডুনজি

উত্তর:- (A)

 

প্রশ্ন: স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?

A. অশ্বঘোষ            

B. নাগার্জুন

C. বসুমিত্র               

D. ভাস

উত্তর:- (D)

 

প্রশ্ন: মানুষের নখ কি দিয়ে তৈরি ?

A. কেরাটিন             

B. অ্যালবুমিন

C. পিগমেন্ট             

D. ইলাস্টিন

উত্তর :- (A)

  

প্রশ্ন: লাল গ্রহ বলা হয় কাকে ?

A. মঙ্গল                  

B. হস্পতি

C. ক্র                      

D. শনি

উত্তর :- (A)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url