ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 05 | WBPSC Clerkship Practice Set No 5 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -05 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?
A.ঈশ্বর দাস
B.আবুল ফজল
C.আব্দুল লতিফ
D.বদায়ুনী
উত্তর :- (D)
প্রশ্ন: বিহারের দুঃখ কোন
নদীকে বলে ?
A.দামোদর
B.কোশী
C.গঙ্গা
D.নর্মদা
উত্তর :- (B)
প্রশ্ন:পৃথিবীর
বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
[A] বেজিং
[B] মুম্বাই
[C] লন্ডন
[D] টোকিও
Ans- [D] টোকিও
প্রশ্ন: চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি ?
A.কালাম
B.বিক্রম
C.প্রযুক্তি
D.PSLV3
উত্তর :- (B)
প্রশ্ন: বীরভূম জেলার সদর
দপ্তর কোথায় অবস্থিত
A.বহরমপুরে
B.বর্ধমানে
C.সিউড়িতে
D.বোলপুরে
উত্তর :- (C)
প্রশ্ন: 'মেঘনাথবধকাব্যটি রচয়িতা কে ?
A.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B.মাইকেল মধুসূদন
দত্ত
C.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর :- (B)
প্রশ্ন: 'অপরাজিতাকার ছদ্মনাম ?
A.রাধারানী দেবী
B.আশাপূর্ণা দেবী
C.সমরেশ বসু
D.ভবানী মজুমদার
উত্তর :- (A)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: দীপা কর্মকার কোন
খেলার সঙ্গে যুক্ত ?
A.দৌড়বাজ
B.টেবিল টেনিস
C.জিমনাস্টিক
D.ব্যাডমিন্টন
উত্তর :- (C)
প্রশ্ন: কোন উদ্ভিদের চোষক
মূল আছে ?
A. পাইন
B. সেগুন
C. স্বর্ণলতা
D. বট
উত্তর:- (C)
প্রশ্ন: আন্তর্জাতিক
প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়
A. ৩রা ডিসেম্বর
B. ১২ই নভেম্বর
C. ২২শে জানুয়ারি
D. ২৭শে মার্চ
উত্তর:- (A)
প্রশ্ন: ভারতের সংবিধানের অবিভাবক কাকে বলা হয় ?
A. পার্লামেন্ট
B. সুপ্রিমকোর্ট
C. হাইকোর্ট
D. সংসদ
উত্তর:- (B)
প্রশ্ন: ভারতীয় রেলকে
জাতীয়করণ করা হয় কত সালে
A. ১৯৪৭ সালে
B. ১৯৪৮ সালে
C. ১৯৪৯ সালে
D. ১৯৫০ সালে
উত্তর:- (D)
প্রশ্ন: প্রথম পঞ্চবার্ষিকী
পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল ?
A. 10%
B. 18%
C. 20%
D.
কোনটিই নয়
উত্তর:- (B)