বিগত 10 বছরে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বিগত 10 বছরে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আসা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বিগত 10 বছরে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1.ভাইরাস কত রকমের হয়? 

উ: ভাইরাস দুই রকমের যথা, - DNA ও RNA ।

2.অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকর হল?

উ: ডুরালুমিন।

4. সবচেয়ে বড় ভাইরাসের নাম কী? 

উ: রাইনোভাইরাস - 10nm ব্যাস। 

5. ভাইরাস দেহ  কী দিয়ে তৈরি ?

উ:  নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিট। 

6. বায়ুমন্ডলের চাপ পরিমাপ যন্ত্রের নাম কি? 

উ: ব্যারোমিটার। 

7. প্রেসার কুকারের আবিস্কারক কে? 

উ: ভেনিস পাপিন। 

8. বাতাসের গতিবেগ মাপার যন্ত্র হল?

উ: অ্যানোমিটার। 

9. জলের নিচের শব্দ পরিমাপের যন্ত্রের নাম কি? 

উ: হাইড্রোফোন। 

10. বলের পরম একক কি? 

উ:  সি. জি. এস. পদ্ধতিতে ‘ডাইন’ এফ. পি. এস. পদ্ধতিতে ‘পাউন্ডাল’।

11. একজন সুস্থ ব্যাক্তির দেহে রক্তের পরিমাণ কত থাকে? 

উ: 4-5 লিটার। 

12 ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর অভাবে, কোন রোগ হয়?

উ: রিকেট। 

13. আরশোলার  কত জোড়া পা আছে?

উ: তিন জোড়া। 

14. বার্ড ফ্লু-এর ভাইরাসের নাম কি? 

উ:  H5N1।

15. সবচেয়ে বিষাক্ত মাছ কি? 

উ:- স্টোন ফিশ। 

16. মানব দেহের দীর্ঘতম কোশ কোনটি? 

উ:- স্নায়ু। 

17. আগুন নেভানোর কোন গ্যাস ব্যাবহৃত হয়?

উ:- কার্বন - ডাই - অক্সাইড ।

18. পেট্রোল ও গিলিসারিনের মধ্যে কোনটি বেশি থাকে?

উ: পেট্রোল। 

19. সৌরশক্তির উৎস কি? 

উ: সূর্যের অভ্যন্তরে নিউক্লিয় ভাঙ্গন ও সংযোগ। 

20.গলনের ফলে আয়তন বেড়ে যায় এমন দুটি পদার্থ কি? 

উ:-সোনা এবং রুপো। 

21. উদ্বায়ী তরনের উদাহরণ কি? 

উ:- ইথার ও অ্যালকোহল। 

22. বিশ্বে কোন মৌলটি বেশি পরিমাণে আছে?

উ: হাইড্রোজেন। 

23. শব্দ দূষণের মাত্রা কত ডেসিবেল হলে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে?

উ:- 65 ডেসিবেল। 

24. তেজস্ক্রিয় বিকিরনে মরণ ব্যাধি  হতে পারে এমন দুটি রোগ নাম কি? 

উ:- ক্যানসার ও লিউকেমিয়া। 

25. তেজস্ক্রিয় রশ্মির মধ্যে যার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তার নাম কি? 

উ:- Y  রশ্মি। 

26. কার্বনের কোন রূপভেদটি বিজারক রুপে ব্যবহার করা হয়?  

উ:- কোক। 

27. রক্ত জমাট বাঁধেনা কোন ভিটামিনের অভাবে?

উ: ভিটামিন k।

28. গ্যাস মুখোশ তৈরি করতে কার্বনের কোন রুপ কাজে লাগে?  

উ: গ্রাফাইট। 

29.অয়েল অব ভেট্রিয়ল’ কোন অ্যাসিডকে বলা হয়?

উ: সালফিউরিক অ্যাসিড।

30.ইলেক্ট্রন কোন কোন ধাতুর মিশ্রণ? 

উ: ম্যাগনেসিয়াম (45%) ও দস্তা (5%)।

31.ফেনলের অপর নাম কি? 

উ:- কার্বলিক অ্যাসিড। 

32.মানুষের হৃদপিন্ডের কোন প্রকোষ্টে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে? 

উ: বাম অলিন্দে। 

33.তাপ উৎপাদক জালানি গ্যাসটি হিসেবে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? 

উ: মিথেন বিউটেন। 

34. মার্সগ্যাসের প্রধান উৎপাদন কী? 

উ: মিথেন (70%)।

35. অ্যাসিটিলিনের একটি পলিমারের নাম কী? 

উ: বেঞ্জিন। 

36. প্রোটিনের সরল রূপটি কী? 

উ: অ্যামিনো অ্যাসিড। 

37. অ্যাভোগ্ৰাডোর সংখ্যার মান কত? 

উ: 6.023 × 10-23।

38. পরমানুর গঠনে উপস্থিত নিন্তড়িৎ কণার নাম লেখ? 

উ: নিউট্রন। 

39. একটি জৈব গ্ৰিন হাউস গ্যাসের নাম লেখ? 

উ: মিথেন। 

40. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক কি? 

উ: অ্যাম্পিয়ার। 

41. H.I.D.V এর পুরো নাম কি? 

উ: হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস। 

42. হাইড্রোকলিক অ্যাসিডের সংকেত লেখ? 

উ: HCI

43. একটি জৈব সারের নাম ও সংকেত লেখ? 

উ: ইউরিয়া CO (HN2)2।

44. একটি অজৈব সারের নাম লেখ? 

উ: অ্যামাইনো অ্যাসিড  (NH4)2  SO4 ।

45.কোন কোন ধাতুকে ধাতুরাজ বলা হয়? 

উ: সোনা ও প্লাটিনাম। 

46. পৃথিবীর ত্বকে কোন ধাতু অধিক মাত্রায় আছে? 

উ: অ্যালুমিনিয়াম।

47.বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? 

উ: ইথিলিন (C2H4)।

48. কোন জৈব অ্যাসিডের কার্যকরী মূলক  OH? 

উ: ফেনল (C6H6OH)।

49. মচিরার সংকেত লেখ? 

উ: Fe2 O3, 3H2 O ।

50.ক্যালামাইন কোন ধাতুর আকরিক? 

উ: জিঙ্ক। 

51. সর্বাপেক্ষা হালকা নিস্ক্রিয় গ্যাসটির নাম কি? 

উ: হিলিয়াম। 

52. সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি?  

উ: ব্যাসিলাস বুটসচিল্লি। 

53.সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? 

উ: মাইকোপ্লাজমা। 

54. দুটি তেজস্ক্রিয় মৌলের নাম কি?  

উ:  ইউরেনিয়াম, থোরিয়াম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url